Subject Review: International Relations


 আধুনিক বিশ্ব ব্যবস্থায় আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কদ্বিপক্ষীয় আলোচনা  চুক্তিবৈশ্বিক সমস্যার সমাধানবিশ্বমানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রাখা এই সব জায়গাতে দাপটের সাথে কাজ করে ইত্যাদি বিষয়ে জানতেহলে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে জানা থাকা প্রয়োজন। আই আর (IR), ইন্টারন্যাশনালরিলেশনস(International Relations) নামেও আন্তর্জাতিক সম্পর্ক বিষয় পরিচিত।

🔥কেন পড়বেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে?

সে বিষয়ে যাবার আগে আসুন নিজেকে প্রশ্ন করা যাক, কি চায় একজন মানুষসহজেই নিজের একটি ভাল অবস্থান তৈরি করে নিতে। বিদেশ ভ্রমণের সুযোগ যশ, খ্যাতি আর বড় অঙ্কের বেতন। সর্বোপরি কাজের ভেতর দিয়ে দেশকে সেবা করতে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশুনা করলে এই সব সুযোগ ধরা দেবে সহজে । সে সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা দেশের কোনো গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত হয়ে নিজেকে একজন দক্ষকূটনীতিক হিসেবেও গড়ে তুলতে পারবেন।

🔥দেশের ভেতর কোথায় পড়বেন

আমাদের দেশে বিষয়ে পড়াশোনার সুযোগ খুবই সীমিত। মাত্র ছয়টি বিশ্ববিদ্যালয়ে বিষয়ে পড়াশোনারসুযোগ রয়েছে। সেগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


🔥দেশের বাইরে উচ্চশিক্ষা গবেষণা

আমেরিকা বা ব্রিটেনে ,অস্ট্রেলিয়াতে বেশি যাচ্ছে। এর কারন অস্ট্রেলিয়া প্রচুর স্কলারশিপ দিচ্ছে। ভারত, সিঙ্গাপুর, ব্যাংকক , ইতালি, জার্মান আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্কলারশিপ দিচ্ছে। থাকছে অনার্স , মাস্টার্সএবং পি আইচ ডি করার সুযোগ। ইউরোপের যে কোন দেশে পড়তে খরচ হবে বছরে ৮০,০০০- ১লাখ টাকাপর্যন্ত।

🔥কী কী পড়ানো হয়

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে যে বিষয়গুলো পড়ানো হয় তা হলো_ ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল ইনস্টিটিউশন, ফরেন পলিসি অ্যানালাইসিস, বাংলাদেশ ইনইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আইডিওলজি ইন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স রিফিউজি, মাইগ্র্যান্ট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, স্ট্র্যাটেজিক স্টাডিজ, থিওরিজ অব ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারন্যাশনাল নেগোসিয়েশন অ্যান্ডডিপ্লোম্যাসি, ইন্টারন্যাশনাল ’, পলিটিক্স অব জেন্ডার অ্যান্ড এনভায়রনমেন্ট স্টেট, সিভিল সোসাইটি অ্যান্ডহিউম্যান রাইটস, মাস কমিউনিকেশন, জিওগ্রাফি, রিসার্চ মেথোডোলজি, ইন্টারন্যাশনাল পলিটিক্যালইকোনমি অ্যান্ড ট্রেড রিজুম, ইন্টারন্যাশনাল সিকিউরিটি, কনফ্লিক্ট রেজুলেশন অ্যান্ড পিস স্টাডিজ, পলিটিক্সঅব গ্লোবালাইজেশন, ইন্টারন্যাশনাল ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট ইত্যাদি।

🔥 বিষয়ে পড়তে হলে

যে কোনো বিষয়ে পড়তে হলে আগে সে বিষয়ের প্রতি আগ্রহ থাকা চাই। বিষয়ে পড়তে হলেও প্রচণ্ড আগ্রহথাকতে হবে। প্রচুর পড়াশোনার অভ্যাস থাকতে হবে। বেশিরভাগ সময় বই নিয়ে নাড়াচাড়া করা কিংবাবইয়ের সঙ্গে সময় কাটানোর মনমানসিকতা গড়ে তুলতে হবে। দেশের সঙ্গে বিদেশের কূটনীতি সম্পর্কেপ্রাথমিক ধারণা থাকতে হবে। ইংরেজিতে দক্ষ হলে বিষয়ে পড়তে অনেক সুবিধা হবে।


🔥চাকরি পাবেন যেখানে

বিষয় নিয়ে পড়াশোনা শেষে দেশ-বিদেশের বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, মাইগ্রেশন, ডিসপ্লেসমেন্ট ইমিগ্রেশন সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে চাকরি করতে পারবেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘের পেশাদার কূটনীতিক মাল্টিন্যাশনাল কোম্পানির প্রতিনিধিহিসেবে কাজ করতে পারবেন। আর সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতা করার সুযোগ তো রয়েছেই।

বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ক একটি যুগোপযোগী চাহিদাসম্পন্ন বিষয়। বিষয়ে পড়াশোনা করে একটিস্মার্ট ক্যারিয়ার গড়ে তুলুন।

(Collected)

🔥এবার আসি আমার নিজের কিছু কথায়ঃ

আই আর যারা পড়ে তারা শুধু বিসিএস টার্গেট করে-

আই আর একটা মাল্টিডাইমেনশনাল সাব্জেক্ট। কোর্স হিসেবে এখানে যেমন মিডিয়া, পলিটিক্যাল সায়েন্সপড়ানো হয়, তেমনি ইকোনমিক্স আর সোশ্যলজিও পড়ানো হয়। আই আর স্টুডেন্টরা সবাই বিসিএস টার্গেটনিয়ে পড়েনা। বিসিএস দেয় কারণ বিসিএসের অলমোস্ট পড়ালেখা এরা বছর ধরে পড়ে। বছর ধরেদেশের খেয়ে-পড়ে,জ্ঞানার্জন করে দেশকে কিছু প্রতিদান দেয়ার চেষ্টা করা কি শুধুই বিসিএস নিয়ে পড়া? আমি নিজে যদি কোন কিছু নিয়ে ভালো জানি( ইন্টারন্যাশনাল পলিটিক্স) সেটা দিয়ে আমি দেশের উন্নয়নহউক সেটা কেন চাইবোনা?

🔥চাকরীঃ

বাংলাদেশের আর্থিক এবং সামাজিক অবস্থা বিবেচনায় বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ধরা হয়েথাকে। সহজ বাংলায় বাংলাদেশ হচ্ছে পশ্চিমাদের কাছে গরীব দেশ, তেতু হলেও সত্য। গরীব দেশে হাজারকোটি টাকা বড়লোক দেশগুলো অনুদান দিয়ে থাকে দেশের উন্নয়ন করার জন্য। এসব অনুদান আসে NGO- গুলোর মাধ্যমে। বিভিন্ন হিসেবে দেশি-বিদেশি প্রায় ২৫০০ এর অধিক NGO বাংলাদেশে কাজ করে থাকে।এর মধ্যে আবার ২৫০+ বিদেশি। (গুগল করলেই পাবা)

প্রত্যেকটা NGO চাকরি দেয়ার সময় প্রায়োরিটি দেয় ডেভেলপমেন্ট সেক্টরে পড়াশোনা করা স্টুডেন্টদের।একটু ঘাটাঘাটি করে NGO Job Requirements গুলো দেখলেই বুঝতে পারবা।

তো শুধু NGO দেখালাম- বিভিন্ন প্রাইভেট কোম্পানি কমিনিউকেশন অফিসার নিয়োগ দেয়, সেখানেও জবআছে। যদি রিসার্চ ওরিয়েন্টেড হও রিসার্চার হিসেবে বিভিন্ন রিচার্স অর্গানাইজেশনে জব করতে পারো। ভালরেজাল্ট করতে পারলে শিক্ষকতা করার সুযোগ তো আছেই।

🔥সবশেষে একটা ছোট্ট কথা বলি-

দেশের টা ভার্সিটিতে আই আর পড়ানো হয়- সর্বমোট ধরলে পুরো বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর মধ্যেথেকে মাত্র ৬০০ মতো শিক্ষার্থী আই আর পড়ার সুযোগ পায়। নিজেকে একবার প্রশ্ন করে দেখো তুমি কি সেই৬০০ ভাগ্যবানের মধ্যে একজন হতে চাও কিনা।

Comments