আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান


Ahsanullah University of Science & Technology



আসসালামু আলাইকুম! সবাইকে এই পোস্টে প্রবেশের জন্য ধন্যবাদ! তো আজকে আলোচনা করবো বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ভালো মানের ও যার বিষয়গুলি টপ সারিতে আছে তাদেরকে নিয়ে! আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদিও এর র‍্যাংকিং-এ পিছিয়ে তবুও এর যেসকল সাবজেক্ট রয়েছে তা সবগুলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১নম্বরে অবস্থান করছে। সবার আকর্ষণের কারণ হলো এখানকার পড়ালেখার মানটাও যেমন ভালো ঠিক তেমনি এখানের খরচ অন্যান্য প্রাইভেটের তুলনায় কম! তাছাড়া ভর্তির পড়ে সিজিপিএ এর উপর ছাড় তো আছেই! তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক!

১. অবস্থানঃ এর অবস্থান ঢাকা শহরের তেজগাঁও এলাকায়। এর পারমানেন্ট ক্যাম্পাস আছে।

২. কার্যক্রমঃ এটি ১৯৯৫ সালে ইউজিসি অনুমোদিত ১৯৯২সালে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী চালু হয়।

৩. বিষয়াবলীঃ
Faculty of Engineering 
Name of The Program
Offers
Duration of the Course
Accreditation 
Architecture (ARC)
BSc
5
IAB
Civil Engineering (CE)
BSc+MSc
4
-
Computer Science & Engineering (CSE)
BSc
4
-
Electrical and Electronics Engineering  (EEE)
BSc
4
-
Textile Engineering (TE)
BSc
4
-
Industrial & Production Engineering (IPE)
BSc
4
-
Mechanical Engineering (ME)
BSc
4
IEB
Mathematics 
MSc
1
-








Faculty of Business and Social Science 
BBA
BCom
4
-
MBA
BCom










Faculty of Education  
BEd
-
-
-
MEd
-
-
-








Institute of Technical and Vocational Education and Training (ITVET)
Architecture Technology  
Diploma
4

Civil Technology 

Computer Technology  

Electrical Technology 

Electronics Technology 

Textile Engineering

Chemical Technology


৪. পড়ালেখার খরচঃ
আগেই বলেছি এখানকার পড়ালেখার খরচ অন্যান্য স্বনামধন্য প্রাইভেটের থেকে কম! সাথে স্কলারশিপ পাবেন আপনার রেজাল্টের উপর ভিত্তি করে, ভার্সিটির পরীক্ষার উপর ভিত্তি করে!

এখানে ভর্তির সময় আপনাকে প্রদান করতে হবে ১,৩১,০০০/- টাকা! (১লক্ষ ৩১হাজার টাকা) এই ফি দিতে হবে সকল প্রকার কোর্সের জন্য!

আর আপনার প্রতি সেমিস্টারে প্রদান করতে হবে ১,০০,৫০০/- টাকা! (১লক্ষ ৫০০টাকা)

তাহলে আপনার টোটাল গিয়ে দাঁড়ায় ৪বছর মেয়াদি কোর্সে ৮,৩৪,৫০০/- টাকা অর্থাৎ (৮ লক্ষ ৩৪ হাজার ৫০০ টাকা)
আর ৫ বছর মেয়াদি আর্কিটেকচারে খরচ দাঁড়াবে ১০,৩৫,৫০০/- টাকা অর্থাৎ ১০লক্ষ ৩৫হাজার ৫০০টাকা।

*** উপরে উল্লিখিত ৮,৩৪,৫০০/- টাকা যেসকল কোর্সের জন্য দিতে হবে তা হলঃ CE, CSE, EEE, TE, IPE, ME আর ১০,৩৫,৫০০/- দিতে হবে ARC এর জন্য।

৬. ভর্তি পরীক্ষা কার্যক্রমঃ
আহছানউল্লাহতে পড়াতে প্রতি বছর প্রায় ১০হাজারের বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়ে থাকে। এখানে ভর্তি পরীক্ষা দিতে তাদের কিছু নিয়মাবলীর ভেতর দিয়ে যেতে হয়!

প্রথমত আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে। এরপর আপনার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে জিপিএ ৮.০০ থাকতে হবে। তার সাথে আপনাকে কমপক্ষে জিপিএ ৩.৫ পেতে হবে ৪র্থ বিষয়সহ এইচএসসিতে এবং বাধ্যতামূলকভাবে পদার্থ, রসায়ন, গণিত থাকতে হবে। 

উপরের শর্তাবলী পূর্ণ করতে পারলে এরপর আপনাকে অপেক্ষা করতে হবে অনলাইনে আবেদনের কার্যক্রম শুরু হবার জন্য! 

মূলত অস্টে বছরে দুইবার ছাত্র-ছাত্রী ভর্তির জন্য পরীক্ষা নেয়া হয়। যা হচ্ছে-

Spring Semester- যা শুরু হয় অক্টোবর মাসে এবং এর ভর্তি পরীক্ষা হয় নভেম্বর মাসে।
Fall Semester- যা শুরু হয় মার্চ মাসে এবং এর ভর্তি পরীক্ষা হয় এপ্রিলে।

অক্টোবর ও মার্চে অনলাইনে খবর রাখতে হয় এরপর আবেদন গ্রহণ শুরু হলেই আপনাকে আবেদন করতে হবে। 

  • আবেদন প্রকিয়াঃ
আপনাকে আবেদন করতে হবে টেলিটিক সিমের মাধ্যমে। তার পূর্বে সচল নম্বরে ৫০০টাকা বা তার বেশি টাকা লোড করে নিবেন অবশ্যিই।

তারপর ফোনের মেসেজ অপশনে যাবেন! 
১ম ম্যাসেজঃ 
AUST<space>SSC_Board<space>Roll<space>Year of passing<space>HSC_ Board<space>Roll<space>Year of passing<space>Faculty<space>Group

>>>বিভিন্ন বোর্ডের শর্ট ফর্ম হলোঃ
Dhaka → DHA, Comilla → COM, Chittagong  → CHI, Sylhet → SYL, Barisal → BAR, Jessore  → JES, Rajshahi → RAJ, Dinajpur → DIN, Madrasa  → MAD, Technical Education → TEC

>ফ্যাকাল্টির শর্ট ফর্ম হলোঃ
Engineering and Architecture→ ENG

>গ্রুপ/বিভাগের শর্ট ফর্ম হলোঃ
General→    GL
Freedom Fighter→    FF
Remote & undeveloped Area→    RA

Remote & underdeveloped Area কোটা হলো তাদের জন্য যাদের এলাকা ততটা উন্নত নয়! 

১ম ম্যাসেজের উদাহরণঃ
AUST RAJ 234098 2016 RAJ 654321 2018 ENG FF

এভাবে আপনার ডিটেইলস দিয়ে পাঠিয়ে দিন  16222 নম্বরে। 

কিছুক্ষণের মধ্যে আপনাকে টেলিটক থেকে ম্যাসেজ দিবে নিচের মত করেঃ
ABDUL KARIM, YOUR PIN IS 94563122. PAY TK 500 AS APPLICATION FEE THROUGH 2ND SMS -"AUST<space>YES<space>PIN<space>YOUR MOBILE NUMBER"

কিন্তু আপনার যদি অস্টের শর্তাবলী পূর্ণ না হয়ে থাকে তবে যেভাবে ম্যাসেজ দিবেঃ
YOU DO NOT QUALIFY BECAUSE GPA IS LESS THAN REQUIRED or MATH NOT FOUND or YR. OF PASSING NOT FULFILLED.

যদি আপনার শর্ত পূর্ণ হবার পরে আপনাকে একটি পিন দেয় তাহলে ২য় বার আপনাকে ম্যাসেজ করতে হবে নিচের মত করে-
AUST<space>YES<space>PIN<space> YOUR MOBILE NUMBER

উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছিঃ
 AUST YES 94563122 01711378747

ম্যাসেজটি আগের মত 16222নম্বরে পাঠাবেন।

তারপর আপনাকে রিপ্লাই ম্যাসেজ দিবে যেখানে থাকবে-
CONGRATS!! ABDUL KARIM. Fee received successfully for AUST admission. Password is PFDJRP and user ID is 701803

এই ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করবেন কারণ এটি দিয়েই আপনাকে এডমিট কার্ড প্রিন্ট করতে হবে।

এছাড়া আপনি চাইলে AUST ONLINE APPLICATION এই লিংকে রেজিস্ট্রেশন করতে পারবেন।

সেক্ষেত্রে বিকাশের মাধ্যমে পে করতে হবে ৫০৬/- টাকা।

তবে তার আগে আপনাকে অপেক্ষা করতে হবে শর্ট লিস্টেড তালিকার জন্য! প্রতি বছর আহছানউল্লাহতে অনলাইনে আবেদনের পর একটি নিদিষ্ট সংখ্যক ছাত্র-ছাত্রীদেরকে পরীক্ষা অংশ নিতে দেয়া হয় তাদের জিপিএ এর ভিত্তিতে। সেই শর্ট লিস্টে যাদের নাম আসবে শুধু তারাই পরীক্ষা দিতে পারবে।

তাছাড়া যারা আবেদনের সময় কোটা দিয়েছে তাদেরকে যেকোনদিন ম্যাসেজ করে দিবে কোটা সম্পর্কিত কাগজ যাচাই করতে এরপর তাদেরকে নিয়ে আলাদা শর্ট লিস্ট প্রদান করা হবে। 

শর্ট লিস্টের ছাত্র-ছাত্রীরাই এডমিট নামাতে পারবে! যেভাবে নামাবেনঃ
এই লিংকে যাবেনঃ Print AUST Admit Card
তারপর আপনার "ইউজার আইডি" ও "পাসওয়ার্ড" দিয়ে ক্লিক করলে আপনার থেকে সদ্য তোলা ৩০০*৩০০ সাইজের এবং ১০০কেভির ভেতর একটি ছবি এবং ৩০০*৮০ সাইজের এবং ৬০কেভির ভেতর একটি সাইন চাবে। এই দুটি আপলোড করে দিলেই আপনি আপনাএ এডমিট কার্ড নামাতে পারবেন। এরপর পরীক্ষার দিন চলে যাবেন পরীক্ষা দিতে।

৭। ভর্তি পরীক্ষাঃ
আহছানউল্লাহ এর পরীক্ষা হয় টোটাল ৩২০নম্বরের এমসিকিউ পদ্ধতিতে! যার মধ্যে থাকে-

১. উচ্চতর গণিত- ১০০নম্বর
২. পদার্থবিজ্ঞান- ১০০নম্বর
৩. রসায়ন- ১০০নম্বর
৪. ইংরেজি- ২০নম্বর

আহছানউল্লাহ এর পরীক্ষার প্রশ্ন অনেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধাচে হয়ে থাকে। যার জন্য যদি আপনি বিগত ২০বছরের প্রশ্ন করে যেতে পারেন তাহলে অনেক প্রশ্ন আপনি কমনও পেয়ে যেতে পারেন।

৮. মেরিট লিস্টঃ
পরীক্ষার কয়েকদিন পরেই মেরিটসহ রেজাল্ট প্রকাশ করা হবে। আপনার মেরিট পজিশনসহ আপনাকে টেক্সট করে পাঠিয়ে দেয়া হবে। একটি নিদিষ্ট তারিখ ও সময় দিয়ে দিবে সেদিন গিয়ে আপনি আপনার চয়েজ ফর্ম জমা দিয়ে আসবেন। যদি আপনি সাবজেক্ট পান তাহলে সেটি পরে জানাবে। নিদিষ্ট সময়ের পরে গেলে আপনাকে ভর্তি করাবে না!

এখন জানা যাক আহছানউল্লাহ এর কিছু ভেতরের খবর-   
   
 ৯.গ্রেডিং পদ্ধতিঃ
আহছানউল্লাহতে সিজিপিএ উঠানো অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে অনেক সহজ! কেন বলছি এই কথা বুঝতে নিচের চার্টটি দেখুন-

Numerical Grade
Letter Grade
Grade Point
80% or above
A+
4.00
75%-79%
A
3.75
70%-74%
A-
3.50
65%-69%
B+
3.25
60%-64%
B
3.00
55%-59%
B-
2.75
50%-54%
C+
2.50
45%-49%
C
2.25
40%-44%
D
2.00
less than 40%
F
0.00

তবে তাদের মার্ক ডিস্ট্রিবিউশন যেভাবে করা হয় সেটা হলোঃ
  • ক্লাস কার্যক্রম (যেমনঃ ক্লাসে উপস্থিতি, ক্লাসে পারফরম্যান্স ইত্যাদি) এর উপরে আপনাকে দেয়া হবে ১০% নম্বর
  • কুইজ এবং অন্যান্যগুলি (যেমনঃ এসাইনমেন্ট) এর উপরে আপনাকে দেয়া হবে ২০% নম্বর
  • আর বাকি ৭০% নম্বর দেয়া হবে সেমিস্টার ফাইনাল/ক্লিয়ারেন্স /ক্যারি ওভার/ইম্প্রুভমেন্ট এক্সামের উপর!

তাহলে ক্লিয়ারেন্স পরীক্ষাটা কি?
-এই পরীক্ষা দিতে হবে যদি আপনি রেগুলার পরীক্ষার কোন একটাতে ফেল করে বসেন তখন!

ক্যারি ওভার কি তাহলে?
-এটিতে বসতে হবে যদি আপনি আগের সেমিস্টারে কোন পরীক্ষা না দিয়ে থাকেন!

আর ইম্প্রুভমেন্ট?
-যদি আপনার পরীক্ষার জিপিএ সন্তোষজনক না হয়ে থাকে তবে আপনি এখানে অংশ নেবেন!

*উল্লেখ্যা জিপিএ কাউন্ট করা হবে কিন্তু আপনার একটি কোর্সে ক্রেডিট আওয়ার ছিল আপনি সেই কোর্সে কি ফলাফল করেছেন তার উপর! 
ধরেন,
আপনার ৫টি কোর্স (তাদের ক্রেডিট আওয়ার ভিন্ন) আছে! সেখানে নিচের মত সিজিপিএ পেয়েছেন!

১ম কোর্সে- ৩ক্রেডিট- সিজিপিএ ৪.০০
২য় কোর্সে- ৩ক্রেডিট- সিজিপিএ ৩.০০
৩য় কোর্সে- ৩ক্রেডিট- সিজিপিএ ৩.৭৫
৪র্থ কোর্সে- ২ ক্রেডিট- সিজিপিএ ৩.২৫
৫ম কোর্সে- ১ক্রেডিট- সিজিপিএ ৩.৫০

তাহলে যেভাবে গণণা করবে জিপিএ তা হলোঃ


১০. র‍্যাংকিংঃ
বাংলাদেশে যদিও খুব কম সংখ্যক মানুষই র‍্যাংকিং এর বিষয়টি নিয়ে ভাবে। আমাদের দেশে এখন অবস্থা হলো পাবলিক মানেই পাবলিক তার ল্যাব ফাসিলিটিসির, রিসার্চ, উন্নয়ন এসবের কেয়ার খুব কম মানুষই করে। 

আহছানউল্লাহ ২০০৮ সালের র‍্যাংকিং ছিলঃ
১. ১ম সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে
২. ৩য় সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে (দেশিয়)
৩. ৭৭তম ভারতীয় উপমহাদেশে
৪. ৭০৪৮তম পুরো বিশ্বে

Source: Cybermetrics Lab (January 2008). Regional and Global Ranking of Indian subcontinent universities. CINDOC-CSIC, Madrid, Spain

১১. কেন  AUST?
অস্টে আসার প্রধান কারণ এখানের রিসার্চ ফ্যাসিলিটি, ল্যাব, পড়াশোনার মান অনেক ভালো হবার কারণে! অস্টের মূল পরিচিতি মূলত এর Textile Engineering এবং Computer Science & Engineering ডিপার্টমেন্ট এর জন্য। এই দুইটি বিষয় অন্যান্য প্রাইভেটের তুলনায় সাবজেক্ট র‍্যাংকে দেশে প্রথম সারিতে অবস্থান করছে। অস্টের টেক্সটাইল দেশের প্রাইভেটের ভেতর টপ! তাছাড়া এখানের খরচ ভালো মানের প্রাইভেটের তুলনায় কম। এখান থেকে এখন পর্যন্ত অনেক ব্যাচ বের হয়েও গেছে এবং দেশ বিদেশে ভালো পজিশনে চাকরিও করছে। 

পড়ালেখা সম্পূর্ণ আপনার কাছে। আপনি ঠিকমত পড়লে যেখান থেকেই পড়ুন না কেন দিনশেষে আপনি সাফল্য লাভ করবেনই।

১২. অস্টের ওয়েবসাইটঃ AUST OFFICIAL WEBSITE


যদিও আরো কিছু জানার থাকে তবে স্লাইড বারে Contact Us এ গিয়ে প্রশ্ন করুন ধন্যবাদ!


NOTE: This Blog may be contains some videos, images, words, voices, sentences, tunes, vocals, musics, notes, comments, statements and quotations direct individuals or from any organization ; It's content are collected from partly or fully without the prior authorization of the owner any registered website, television shows, magazines and from journals.


Copyright protected content will be used without proper permission ( under fair use ) for non-profit, personal use, criticism, teaching, scholarship, research, social development and social awakening. Contents are covered by People's Republic of Bangladesh under Copyright Act 2000. Law no. 28. Section 36 of Chapter 06. And Section 72 of Chapter 13. If the copyrighted material is used without authorization for the above activities, it will not be considered as penal offense.
In addition every care has been taken to source of the materials and gives due credits to the original publisher or website.
If you wish to use copyrighted material from this channel for purposes of your own ; you can do it. But if you go beyond ' fair use ' ; you must obtain permission from the copyright owner