Military Institute of Science & Technology: A Leading Public Institution of Bangladesh run by Bangladesh Army
MILITARY INSTITUTE OF SCIENCE & TECHNOLOGYTechnology for Advancement |
আসসালামু আলাইকুম। আজকে আমি সবাইকে যে বিশ্ববিদ্যালয়
সম্পর্কে জানাতে যাচ্ছি সেটি হচ্ছে MIST যাকে অনেকে মিস্ট বলে ডাকে আবার অনেকে এমঅাইএসটি।
MIST এর মানে হলো- Military Institute of Science & Technology! যার মানে এটি একটি
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটি কিনা সেনাবাহিনী নিয়ন্ত্রিত। তবে মজার ব্যাপার
হলো এটি বিশ্ববিদ্যালয় হলেও এর নাম UGC এর পাবলিক কিংবা প্রাইভেট এর কোনটিরও তালিকায়
নেই। তার মানে কি? ভাবছেন যার নাম পাবলিক প্রাইভেট কোনটিরও তালিকায় নেই সেটিতে কেন
পড়ব!!! RELAX!!! পুরো লেখা পড়ুন ইনশাআল্লাহ সবকিছু নিয়ে ক্লিয়ার হবেন।
১. অবস্থানঃ MIST হলো সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি বিশ্ববিদ্যালয়। আর তার জন্য অবশ্যই এটি
ক্যান্টনমেন্টেই হবে। হ্যা, এটি মিরপুর সেনানিবাসের মিরপুর ডিওএইচএসে অবস্থিত। এমঅাইএসটির
সামনে রয়েছে এমঅাইএস্টির নিজস্ব ক্যাফে এবং এমঅাইএসটির অফিস, পিছনে মনপুরা লেক এবং Under Construction Tower 3 & Tower 4.
এর একপাশে আছে আরেকটি সরকারি বিশ্ববিদ্যালয় বিইউপি। আর অন্যপাশে মিরপুর-১২ নম্বর যাবার
সড়ক।
২. কার্যক্রমঃ MIST ১৯ এপ্রিল
১৯৯৮ সালে এর কার্যক্রম শুরু করে একটি ইন্সটিটিউট হিসেবে যা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়
অধিভুক্ত ছিল। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে যখন বিইউপি এর কার্যক্রম শুরু
হয় তখন MIST এর কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে এনে BUP এর নিয়ন্ত্রণে নেয়া
হয়। এখন প্রশ্ন? যে তাহলে কেন এর নাম UGC এর লিস্টে নেই? এর উত্তর হলো- আপনি যদি
UGC এর লিস্টে ঢাবির IBA কে খুজেন তাহলে তাকে যেমন খুজে পাবেন না। ঠিক তেমনই এটিও।
ঢাবির IBA যেমন একটি ইন্সিটিউট ঠিক তেমনই MIST একটি ইন্সটিটিউট। উল্লেখ্য এর পুরো নামে
খেয়াল করলেই বুঝতে পারবেন।
Inaugural Ceremony of MIST |
৩. ক্যাম্পাসঃ MIST এর বর্তমানে
চারটি ক্যাম্পাস আছে। চারটি ক্যাম্পাস যেখানে যেখানে- চট্রগ্রামে ২টি আর যশোরে ১টি।
এমঅাইএসটির চট্টগ্রামের ১টি ব্রাঞ্চ হচ্ছে বিএমএ
নিয়ন্ত্রিত আরেকটি বিএনএ। যশোরের ১টি ব্রাঞ্চ বাফা নিয়ন্ত্রিত।
৪. বিষয়সমূহ ও আসনসংখ্যাঃ এমঅাইএস্টির ৪টি ইঞ্জিনিয়ারিং বিষয় IEB Accridiated সেগুলি হলো- CSE,
EECE, CE, ME. তাছাড়া এখানে ফ্যাকাল্টি সংখ্যা ৪টি হলেও পরীক্ষার সময় দুই ইউনিটে বিভক্ত
করা হয়ে থাকে। বিস্তারিত তালিকায়-
Unit
|
Faculty
Name
|
Subject
Name
|
Vacancies
|
A
|
Faculty of Civil Engineering
|
Civil Engineering (CE)
|
60
|
Environmental, Water Resources &
Coastal Engineering (EWCE)
|
60
|
||
Petrolium & Mining Engineering (PME)
|
25
|
||
Faculty of Electrical & Computer
Engineering
|
Computer, Science & Engineering
(CSE)
|
60
|
|
Electrical, Electric & Communication
Engineering (EECE)
|
60
|
||
Faculty of Mechanical Engineering
|
Mechanical Engineering (ME)
|
60
|
|
Aeronautical Engineering (AE)
|
50
|
||
Naval Architecture & Marine
Engineering (NAME)
|
40
|
||
Industrial & Production Management
(IPE)
|
50
|
||
Faculty of Science &
Engineering
|
Biomedical Engineering (BME)
|
40
|
|
Nuclear Science & Engineering (NSE)
|
40
|
||
Dept. of Science (Mathematics, Physics,
Chemistry) and Huminities (Only Post Graduate)
|
|||
B
|
Faculty of Civil Engineering
|
Architecture
|
25
|
Total Seats→
|
570
|
৫. কোটাঃ এমঅাইএসটির অনেকগুলি আসন
কোটার মধ্যে বন্টন করে দেয়া হয়। যারা যারা এই কোটা সুবিধা পায় তারা হলো- মিলিটারি কোটা(আর্মি,
বিমান বাহিনী, নৌবাহিনী, অবসরপ্রাপ্ত), মুক্তিযোদ্ধা কোটা, নৃজাতি কোটা। কতগুলি আসন
কার মধ্যে বন্টিত?
সাধারণদের জন্য ৩৪২টি আসন
মিলিটারিদের জন্য ২১১টি আসন
মুক্তিযোদ্ধা কোটার জন্য ১১টি আসন
নৃজাতির জন্য ৬টি আসন
৬. ভর্তি কার্যক্রমঃ
- আবেদনের যোগ্যতাঃ
-এসএসসিতে আপনাকে
জিপিএ ৫ এর ঘরে নূন্যতম ৪পেতে হবে।
-এইচএসসির ক্ষেত্রে
আপনাকে ৪টি বিষয়(উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজী) এর প্রতিটির জিপিএ যোগ
করে নূন্যতম ১৭হতে হবে ২০ এর মধ্যে।
উল্লেখ্য, যারা বায়োমেডিকেল
ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছুক তাদের এইচএসসিতে জীববিজ্ঞান থাকতে হবে এবং নূন্যতম
"এ-" পেতে হবে।
II) সার্কুলার প্রকাশ ও অনলাইনে আবেদন গ্রহণঃ মূলত প্রতিবছর সেপ্টেম্বর মাসে সার্কুলার প্রকাশ করা হয় এবং প্রায় ২৫দিন যাবৎ
অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এই লিংকে গিয়ে আবেদন করতে হবেঃ Apply to MIST। এখানে যা যা চাওয়া হবে-
●
আপনার
একাডেমিক তথ্যঃ প্রথমেই আপনার এসএসসি এইচএসসির রোল, বোর্ড, সাল,
রেজিষ্ট্রেশন নম্বর চাওয়া হবে।
●
আপনার
ব্যাক্তিগত তথ্যঃ বাবা, মা এর নাম ফোন নম্বর, বর্তমান, স্থায়ী ঠিকানা,
জন্মদিন, জাতিয়তা ইত্যাদি।
●
ইউনিট
চয়েজঃ লিস্ট থেকে আপনি কোন কোন ইউনিটে পড়তে ইচ্ছুক তা জানাবেন-
Unit A(Engineering), Unit B(Architecture), Unit (A+B)
●
কোটা
তথ্যঃ ৪টি ক্যাটাগরি থাকবে- সাধারণ, মিলিটারি, মুক্তিযোদ্ধা,
নৃজাতি। যেটি আছে সিলেক্ট করবেন।
●
ছবি
ও সাইনঃ ৩০০*৩০০ সাইজের পাসপোর্ট সাইজের ছবি ও ৩০০*৮০ সাইজের
সিগনেচার দিতে হবে।
উপরে উল্লিখিত সব তথ্য দেবার পরে ডিক্লেরেশনের পরে
একটি পেজ ওপেন হবে সেখানে একটি ইউজার আইডি দেয়া হবে এবং ২৪ঘন্টার মধ্যে টাকা দিতে বলা
হবে।
III) অনলাইনে আবেদন গ্রহণের পরে মেসেজের
কাজঃ
●
আবেদন
ফিঃ
যদি শুধু ইউনিট-এ
তে আবেদন করেন তাহলে ৯০০টাকা দিতে হবে আর যদি ইউনিট-বি অথবা ইউনিট এ+বি উভয়টিতে আবেদন
করেন তাহলে ১১০০টাকা দিতে হবে।
●
SMS:
সচল টেলিটক সিম লাগবে।
এরপর মেসেজ করবেন যেভাবে-
MIST <space> USER ID এরপর
তা পাঠাতে হবে 16222তে
মেসেজ সঠিকভাবে গেলে
একটি মেসেজ আসবে যেখানে আপনার নাম সহ একটি পিন নম্বর দেয়া হবে এবং আপনাকে কনফার্ম করতে
হবে। এরপর যেভাবে মেসেজ দিবেন-
MIST
<space> YES <space> PIN এরপর এটি আবার পাঠাবেন 16222তে।
এরপর আপনার থেকে
টাকা কেটে নিবে এবং আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিবে।
●
কোটা
যাচাইঃ আপনি অনলাইনে কোটা দিয়ে থাকলে অনলাইনে যতদিন আবেদন
ততদিন সহ আর কয়েকদিনের ভেতর কোটার কাগজপত্র নিয়ে যাচাই করতে হবে।
IV. প্রার্থী সিলেকশনঃ অনলাইনে আবেদন শেষ হবার পরে একটি নিদিষ্ট দিনে একটি নিদিষ্ট সংখ্যক পরীক্ষার্থীকে
পরীক্ষায় বসতে দেয়া হবে। প্রায় ১০হাজারের মত শিক্ষার্থীদের পরীক্ষা দিতে দেয়া হবে।
যার মধ্যে ২হাজারজন থাকবে সেকেন্ড টাইমার।
V. পরীক্ষাঃ একটি নিদিষ্ট দিনে
মূলত শুক্রবারে সকাল ৯টায় ক্যান্টনমেন্টের ভেতর পরীক্ষা নেয়া হবে। যেখানে পরীক্ষা নেয়া
হবে ইউনিট -এ এর ক্ষেত্রে ২০০নম্বরের আর বি এর ক্ষেত্রে ৩০০নম্বরের। নম্বর বন্টন নিম্নরুপ-
সিরিয়াল
|
মডিউল
|
বিষয়
|
নম্বর
|
টোটাল নম্বর
|
সময়
|
১
|
Unit A
Engineering
|
Mathematics
|
80
|
২০০
|
৩ঘন্টা
|
২
|
Physics
|
60
|
|||
৩
|
Chemistry
|
40
|
|||
৪
|
English
|
20
|
|||
৫
|
Unit B
Architecture
|
Drawing & Architecture related
topics
|
100
|
৩০০
|
৫ঘন্টা
|
VI) ফাইনাল সিলেকশনঃ নূন্যতম ৪০% নম্বর
প্রতিটি বিষয়ে আলাদা ভাবে পেতে হবে আপনাকে তাহলেই আপনি ভর্তির বিবেচ্য হবেন। সেকেন্ড
টাইমারদের ক্ষেত্রে ৫% নম্বর কাটা হবে।
VII) ভর্তিঃ নিদিষ্ট কয়েকটি দিনের
ভেতর আপনাকে ভর্তি হবে অন্যথায় আপনার ভর্তি বাতিল হয়ে যাবে এবং ওয়েটিং থেকে ডাকা হবে।
ভর্তির সময় যা যা লাগবে-
1.Certificate and Transcript of S.S.C/ O Level ৷ examination
2.Certificate and
Transcript of H.S.C/A Level examination.
3.Nationality
Certificate from UP Chairman/Ward Commissioner.
4.Income Certificate
of the guardian.
5.Certificate to
proof Freedom Fighter /Military Wards/ Tribal quota from appropriate authority.
6.3 copies of
passport size colored photograph duly attested.
7.Photocopy of birth
certificate(Attested)
8. Completed Admission
Form*
9. Medical Fitness
Certificate*
★Medical
Fitness Certificate এর জন্য আপনাকে যেকোন Clinic/Hospital থেকে নিমোক্ত টেস্ট করাতে
হবেঃ
---- Blood Grouping
(ABO & Rh)
---- HBsAg
---- Urine R/E
এরপর এমঅাইএসটির Medical Centre থেকে ফিটনেস সার্টিফিকেট পাবেন।
VIII) সাবজেক্ট প্রদানঃ ভর্তির পর অন্য একদিনে মেধাক্রম অনুযায়ী সকলকে সাবজেক্ট
প্রদান করা হবে।
৭. ফিঃ
এমঅাইএসটিতে ফি এর ক্ষেত্রে দুটি ক্যাটাগরি রয়েছে।
১. সরকারী চাকুরীজীবি( যারা মিলিটারি কোটায়) ২. বেসরকারি চাকুরীজীবি।
সেমিস্টার
|
সরকারী
চাকুরীজীবির সন্তান
|
বেসরকারি
চাকুরীজীবির সন্তান
|
||
মেয়ে
|
ছেলে
|
মেয়ে
|
ছেলে
|
|
ভর্তি ফি/১ম সেমিস্টার
|
৯৩,১০০/-
|
৯৩,৫০০/-
|
১,১১,১০০/-
|
১,১১,৫০০/-
|
বিজোড় সেমিস্টার
(৩য়, ৫ম, ৭ম)
|
৪৩,৬৫০/-
|
৬১,৬৫০/-
|
||
জোড় সেমিস্টার
(২য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম)
|
২২,৬৫০/-
|
|||
মোট খরচ
|
৩,১৪,৬৫০/-
|
৩,১৫,১৫০/-
|
৩,৮৬,৬৫০/-
|
৩,৮৭,০৫০/-
|
*উপরের ফি দেখে বুঝতেই পারছেন, এটি সরকারী বিশ্ববিদ্যালয়
হলেও এখানের খরচ তুলনামূলক বেশি। তাই পরীক্ষা দেবার পরে ভর্তির সময় অবশ্যই ফি সম্পর্কে
বিস্তারিত ভেবে নিবেন।
ফি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুনঃ
----Fees of the son/daughter of Govt. Employees
----Fees of the son/daughter of Non-Govt. Employees
----Fees of the son/daughter of Govt. Employees
----Fees of the son/daughter of Non-Govt. Employees
৮. স্কলারশিপ ও স্টাইপেন্ডঃ
এখানে পড়াকালীন ভাল ফলাফল করলে আপনাকে স্কলারশিপ
প্রদান করা হবে। তাছাড়া যদি বৃত্তিও পাবেন
যদি নিদিষ্ট ফলাফল অর্জন করতে পারেন। এখানে যেসকল স্কলারশিপ ও স্টাইপেন্ড দেয়া হয়-
●
Scholarships:
○
Chancellor’s(BUP) Scholarship
○
Vice Chancellor’s (BUP)
Scholarship/ Stipend
○
MIST Scholarship
○
Osmany Memorial Trust Scholarship
○
Chief of Army Staff Scholarship
○
Chief of Navan Staff Scholarship
○
Chief of Air Staff Scholarship
○
Brigadier General Kamal শছলারশিপ
●
Stipends: (যেটি মেধাবি যাদের আর্থিক সহায়তা দরকার
তাদের দেয়া হয়)
○
MIST Stipend
○
Buro Bangladesh Stipend
○
Chief of Army Staff Stipend
○
Brigadier General Kamal Stipend
৯. হোস্টেলঃ এমঅাইএসটির বর্তমানে ১টি
ছাত্র হল আরেকটি ১টি ছাত্রী হল আছে যা মিরপুর ডিওএইচএসে অবস্থিত।
Photos of Halls |
নামঃ ওসমানী
হল
ছাত্র-ছাত্রীধারণক্ষমতাঃ
১২২০
বিল্ডিংঃ
৮তলার দুটি বিল্ডিং(একটি ছাত্র আরেকটি ছাত্রী) এবং ৭তলার আরো দুটি বিল্ডিং(একটি
ছাত্র আরেকটি ছাত্রী)
সুবিধাসমূহঃ ডাইনিং হলে খাদ্য পরিবেশন, ২৪ঘন্টা বিদ্যুৎ, ইন্টারনেট, জিম, কমন রুম(টিভি,
মিউজিক কর্ণার, ইন্ডোর স্পোর্টস), পড়ার রুম, প্রার্থণা রুম, লন্ড্রী সার্ভিস।
হোস্টেল এডমিশন
ফিঃ
সিরিয়াল
|
ক্যাটাগরি
|
টাকার পরিমাণ
|
বিবিধ
|
মন্তব্য
|
|
ওসমানী
হল
(৮তলা বিল্ডিং)
|
এক্সটেনশন
(৭তলা বিল্ডিং)
|
||||
১
|
ভর্তি ফি
|
১০০০
|
১০০০
|
একবার প্রদানকরবে
|
|
২
|
চার্জ/মাস
|
২২০০
|
২৭০০
|
এডভান্স
|
|
৩
|
পুনঃ ভর্তি ফি
|
৫০০
|
|||
৪
|
নিরাপত্তা আমানত
|
৫০০০
|
৫০০০
|
ফেরতযোগ্য
|
|
৫
|
মেস এডভান্স
|
৫০০০
|
৫০০০
|
ফেরতযোগ্য
|
|
৬
|
আইডি কার্ড
|
১০০
|
১০০
|
||
মোট=
|
১৩,৩০০/-
|
১৩,৮০০/-
|
৫০০
|
মাসিক হল
চার্জঃ
সিরিয়াল
|
ক্যাটাগরি
|
টাকার পরিমাণ
|
মন্তব্য
|
||
ওসমানী
হল
(৮ তলার
ক্ষেত্রে)
|
এক্সটেনশন
(৭তলার
ক্ষেত্রে)
|
||||
১
|
প্রতিষ্ঠাপন চার্জ
(Establishment Charge)
|
-
|
১৪৫০
|
১৪৫০
|
|
২
|
আসন ভাড়া
(Seat Rent)
|
300
|
-
|
800
|
|
৩
|
বিদ্যুৎ, গ্যাস ও পানি বিল
|
250
|
-
|
250
|
|
৪
|
কমন রুম চাঁদা
|
-
|
১০০
|
১০০
|
|
৫
|
দৈব্যঘটনা
|
-
|
১০০
|
১০০
|
|
#৫৫০
|
*১৬৫০
|
১০০
|
#Osmani Hall Acc
*Extention Hall Acc
|
||
মোট
|
২২০০
|
২৭০০
|
১০. ড্রেস কোডঃ এমঅাইএসটিতে পড়তে হলে
আপনাকে অবশ্যই তাদের ড্রেস কোড মেনে চলতে হবে। 😪 অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের
মত এখানে নিজ পছন্দমত শার্ট, পেন্ট, লুঙ্গি ইত্যাদি পড়ে আসতে পারবেন না। তাদের থেকে
বলে দেয়া হবে যে শীতকালে এই ড্রেস কোড, গরমকালে এই ড্রেস কোড এভাবে মেনে চলে আসতে হবে।
তাদের ড্রেস কোড হলো-
Dress code of MIST |
Male
Student
|
Female
Student
|
||
Summer
|
Winter
|
Summer
|
Winter
|
|
|
|
|
১১. কেন MIST তে পড়বেন?
MIST তুলনামূলকভাবেই বাংলাদেশের একটি স্বণামধন্য
প্রতিষ্ঠান যেখানে পড়ে আপনি আপনার ক্যারিয়ার গড়ার সপ্ন বাস্তবায়ন করতেই পারবেন। বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে MIST একমাত্র যেটি ঢাকায় অবস্থারত। মূলত যাদের প্যাশন
ইঞ্জিনিয়ারিং পড়ার তাদের জন্য এটি একটি টার্গেট হতে পারে। যারা ইঞ্জিনিয়ার পড়ার স্বপ্ন
নিয়ে প্রিপারেশন নিয়ে থাকেন তাদের জন্য এটি ভাল অপশন নিজেকে যাচাই করার ও ভবিষ্যৎ গড়ার।
এখানকার Aeronautical Engineering সাবজেক্ট বাংলাদেশের শুধুমাত্র ২টি বিশ্ববিদ্যালয়ে
পড়ানো হয়। এক এখানে ২য় BSMRAAU তে। তাই যাদের AE পড়ার ইচ্ছা তাদের জন্যও ভাল অপশন৷
তাছাড়া এর ৪টি বিষয়ঃ CE, CSE, EECE, ME IEB এর Accridiation আছে। যদি আরো বলতে হয় তবে,
এর পরিবেশ নিয়ে বলা যায়। যেখানে, নেই কোন রাজনীত,
র্যাগিং নেই, সেশনজট নেই। তাই যেদিন থেকে ক্লাস শুরু করবেন ঠিক তার ৪বছর পরেই
পড়ে বের হতে পারবেন। সবদিক বিবেচনা করে এটি ভাল অপশন হতে পারে আপনার জন্য। কিন্তু এখানকার
পড়ালেখার মান যেমন ভাল ঠিক তেমনই অন্যান্য পাবলিকের তুলনায় খরচ বেশি। যদি ভর্তি হতে চান তবে ওভারঅল সব মিলিয়ে ৪লাখের
মত ধরে নিয়েই ভর্তি হবেন। কারণ কখন কোথায় লাগে সেটা বলা যায় না। উপরের সবদিক বিবেচনা
করেই ভর্তি হবেন।
১২. প্রসপেক্টাস দেখতে ক্লিক করুনঃ Prospectus of MIST 2020
১৩. MIST এর ওয়েবসাইটঃ MIST Official Website
এই ছিল এমাইএস্টি নিয়ে বিস্তারিত। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। আরো কিছু জানার থাকলে contact usএ গিয়ে যা জানতে চান জিজ্ঞাসা করুন। ধন্যবাদ।
এই ছিল এমাইএস্টি নিয়ে বিস্তারিত। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। আরো কিছু জানার থাকলে contact usএ গিয়ে যা জানতে চান জিজ্ঞাসা করুন। ধন্যবাদ।