International Institute of Applied Science & Technology: An Institute under Rajshahi University

International Institute of Applied Science & Technology

আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি একটি ইন্সিটিউটকে নিয়ে, যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। এখানে পড়ালেখা করার সুবিধা হলো, আপনি এখানে পড়ে পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই সার্টিফিকেট পাবেন। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই IIAST নিয়ে।

১. কার্যক্রমঃ এই ইন্সটিটিউটটি ২০১৫সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে কার্যক্রম শুরু করে।

২. অবস্থানঃ  এটি রংপুরের মিরগঞ্জ রোডে আস্তরপুরে অবস্থিত। (যেটি চকবাজার কামার মোড় এর নিকটে)। IIAST এর পুরোনাম হলো, International Institue of Applied Science & Technology

৩. বিষয়সমূহ ও আসনসংখ্যাঃ 
এখানে বিএসসি ইন অনার্স ডিগ্রি প্রদান করা হয় যা শুধুমাত্র সাইন্স ব্যাকগ্রাউন্ড যেসকল ছাত্র-ছাত্রীদের তারাই আবেদন করতে পারবে। 
বিষয়সমুহ 
আসনসংখ্যা 
Fisheries
50
Food Science & Technology  
50
Microbiology 
50
মোট
150
  
৪. আবেদনের যোগ্যতাঃ
I) যারা এসএসসি এবং এইচএসসি দিয়েছেঃ  ২০১৫ এর পরে যেকোন এসএসসি/সমমান এবং ২০১৭ এর পরে যেকোন এইচএসসি/সমমান পরীক্ষা যারা দিয়েছে শুধু তারাই আবেদন করতে পারবে। তবে এসএসসি তে নূন্যতম ৩.০ এবং এইচএসসিতে নূন্যতম ৩.০ মিলিয়ে জিপিএ ৭.০ থাকতে হবে। আর বিজ্ঞান বিভাগের হতে হবে।
II)  যারা এসএসসি এবং ডিপ্লোমা দিয়েছেঃ ২০১৩ এর পরে এসএসসি/সমমান এবং ২০১৭ এবং তার পরে যেকোন পরীক্ষায় ডিপ্লোমা পাশ করতে হবে। এসএসসি/সমমান পরীক্ষায়(৪র্থ বিষয়সহ) নূন্যতম ৩.৫(জিপিএ ৫ স্কেলে) বা ২.৫(জিপিএ ৪স্কেলে) সর্বমোট জিপিএ ৭.০/ ৫৫% (ম্যাটস এর ক্ষেত্রে) নম্বর থাকতে হবে।
  • ডিপ্লোমা/সমমান পরীক্ষায় পাশকৃত এসএসসি/সমমানের ক্ষেত্রে বিজ্ঞান/মানবিক/বাণিজা শাখা থাকতে হবে এমন শর্তে-
১. BSc in Fisheries এর ক্ষেত্রে Diploma in Fisheries/Diploma in Zoology বিষয়ে পাশ থাকতে হবে।
২. BSc in Microbiology এর ক্ষেত্রে Diploma in Mates/ Medical Technology/ Health/ Pathology/ Pharmacy/ সংশ্লিষ্ট বিষয়ে পাশ থাকতে হবে।
৩. BSc in Food Science & Technology এর ক্ষেত্রে Diploma in Forestry/ Food/ Agriculture বিষয়ে পাশ থাকতে হবে।
৫. ভর্তি প্রকিয়াঃ
এখানে চান্স পেতে আপনাকে পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ভর্তি ফরম পূরণ করে এবং যাবতীয় ডকুমেন্টস নিয়ে এসে টাকা দিয়ে ভর্তি হতে হবে।

যেসকল ডকুমেন্টস লাগবে ভর্তির জন্যঃ
১. আবেদনপত্র(ভর্তি ফর্ম) 
২. এসএসসি ও এইচএসসি/ডিপ্লোমা/সমমান এর মার্কশিট ও সত্যায়িত কপি
৩. দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি
৪. জন্ম নিবন্ধন সার্টিফিকেট 

৬. কোর্স ফিঃ

শিরোনাম 
BSc in Fisheries 
BSc in Microbiology 
BSc in Food Science & Technology  
ভর্তি ফি (এককালীন) 
১০,০০০
১০,০০০
১০,০০০
রেজিষ্ট্রেশন ফি(এককালীন) 
২,০০০
(বিশ্ববিদ্যালয় কর্তৃক ধার্যকৃত)
২,০০০
(বিশ্ববিদ্যালয় কর্তৃক ধার্যকৃত)
২,০০০
(বিশ্ববিদ্যালয় কর্তৃক ধার্যকৃত)
উন্নয়ন ফি=লাইব্রেরী+ল্যাব (মাসিক)
২০০
২০০
২০০
মাসিক টিউশন ফি
৪,২০০
৪,২০০
৪,২০০
পরীক্ষার ফি
(বিশ্ববিদ্যালয় কর্তৃক ধার্যকৃত)
(বিশ্ববিদ্যালয় কর্তৃক ধার্যকৃত)
(বিশ্ববিদ্যালয় কর্তৃক ধার্যকৃত)

 ৭. বিবিধঃ
  1. পরীক্ষাঃ Fisheries Semester wise আর Food Science & Technology, Microbiology Yearly wise পরীক্ষা নেয়া হয়।
  2. আইআইএসএসটি কি এবং এখানে কিকি ডিগ্রি প্রদান করা হয়? ২০১৫ সালে প্রতিষ্ঠিত ”আইআইএসএসটি”  International Institute of Applied Science and Technology সংক্ষেপে “IIAST” বাংলায় ”আইআইএসএসটি” রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এখানে ৪ ( চার বছর) মেয়াদী ৩ (তিনটি) অনার্স কোর্স বর্তমানে চালু আছে।
  3. কেন এই প্রতিষ্ঠানে পড়বেন? এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশকৃত ছাত্র-ছাত্রীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবে। অর্থ্যাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত ছাত্র/ছাত্রীরা যে সার্টিফিকেট পাবে ঠিক একই সার্টিফিকেট পাবে এই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি এর পাশকৃত ছাত্র-ছাত্রীরা। অতএব আপনি ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ না পেয়েও এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাওয়ার সুযোগ পাচ্ছেন।
  4. এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রদত্ত ভর্তির যোগ্যতা অনুসরণ করে প্রতিবছর আইআইএএসটি’ রংপুরে ভর্তিকৃত শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রেশন পায়। অর্থাৎ শিক্ষার্থী ভর্তি, সিলেবাস প্রনয়ন, পরীক্ষাগ্রহণ, অনার্সের সাটিফিকেট প্রদানসহ শিক্ষাসংক্রান্ত সকল নীতিনির্ধারণী কার্যক্রম রাজশাহী বিশ্ববিদ্যালয় সরাসরি সম্পাদন করে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও IIAST, রংপুরে অধ্যয়নরত প্রত্যেকই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থী।
  5. এই প্রতিষ্ঠানে ভর্তি কৃত শিক্ষার্থী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তিকৃত শিক্ষার্থীদের সার্টিফিকেট  এর মধ্যে কোন পার্থক্য আছে কি? সার্টিফিকেট এ কার্যত কোন পার্থক্য নাই। শুধূমাত্র  মার্কশীটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের আবাসিক হলের নাম থাকবে আর  আইআইএসএসটি’র শিক্ষার্থীদের ক্ষেত্রে কেন্দ্র হিসেবে আইআইএসএসটি/IIAST লেখা থাকবে।
  6. পরীক্ষার কেন্দ্র ও প্রশ্নপত্রঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তিকৃত শিক্ষার্থীরা যে প্রশ্নপ্রত্রে পরীক্ষা দেয় ঠিক একই প্রশ্নপত্রে এবং একই সময়ে আইআইএএসটি’র শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়। আইআইএএসটি’তে অনুষ্ঠিত সকল পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস নিয়ন্ত্রন করে থাকে। এক্ষেত্রে প্রতিটির পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র নির্ধারিত পরীক্ষার আগে ট্রেজারীর মাধ্যমে আইআইএএসটি’তে আসে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরিদর্শকের (শিক্ষক) উপস্থিতিতে সকল পরীক্ষার কাযক্রম পরিচালিত হয়।
  7. কেন এই প্রতিষ্ঠানটি ব্যাতিক্রমধর্মী ?
এই শিক্ষা প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদ্বারা পরিচালিত। এসব শিক্ষকগণ ইউরোপ, আমেরিকা ও এশিয়ার নামীদামী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী ও গবেষণা করে এসেছেন এবং বর্তমানে ঐসব বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে গবেষণা প্রকল্প পরিচালনা করছেন। যেহেতুএসব শিক্ষকদের দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ ও সম্পর্ক থাকায় এই প্রতিষ্ঠানটি দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে নিজস্ব ছাত্র-ছাত্রীদের অভিভাবক হিসেবে বিভিন্নভাবে সহযোগীতা করতে পারবেন। যেমনঃ উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানো, গবেষণা প্রকল্পে কাজের সুযোগ করে দেয়া, গবেষণার সাথে জড়িত থেকে পাবলিকেশন/পেপার করা যা বৃত্তি নিয়ে বিদেশে উচ্চ শিক্ষার জন্য জরুরী। দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন গবেষণাগারে ট্রেনিং ও ভিজিট এর ব্যবস্থা এবং নিজ বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের গবেষণা প্রকল্পে সংশ্লিষ্ট করে বিদেশে যাওয়ার সুযোগ করে দেয়া, ইত্যাদি।  গরীব, মেধাবী বা পরিশ্রমী শিক্ষার্থীদের পার্ট -টাইম কাজের সুযোগ করে দেয়া এবং চাকরি পেতে সহযোগিতা করে থাকে এই প্রতিষ্ঠানটি।

৮. হেল্পলাইনঃ