VIVA-VOCE for Public University |
আসসালামু আলাইকুম! আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য ভাইবা জিনিসটি নিয়ে! এখন কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে ভাইবা শুধুমাত্র নামমাত্র নেয়া হয়, সেখানে থাকেনা কোন আলাদা নম্বর! আর কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবার ক্ষেত্রে ভাইবাতে নম্বর পাওয়াটিই সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। বিস্তারিত শুরু করছি।
১.ভাইবার প্রকাশঃ আমাদের দেশে এখন পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় সংখ্যা ৪৩টি। প্রায় প্রতিটিতেই চান্স পাবার পরে ভাইবা অনুষ্ঠিত হয়। এই ৪৩টি বিশ্ববিদ্যালয় এর মধ্যে পার্থক্য করতে দিলে দুই প্রকারের ভাইবা হয়ে থাকে!
1. নামমাত্র ভাইবাঃ
এ ধরণের ভাইবা প্রায় সব বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে। অর্থাৎ, ধরেন আপনি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। এখন আপনাকে নিদিষ্ট দিনে ভাইবার জন্য ডাকে সেদিন গিয়ে আপনার পছন্দ কোন বিষয় তা জানিয়ে ভর্তি হয়ে আসলেন অথবা পছন্দক্রমে পরিবর্তন দিয়ে আসলেন। ম্যাক্সিমাম জায়গায় এ ধরনের ভাইবা হয়।
2. ভাইবার উপর চান্সঃ
এ ধরণের ভাইবা এখন পর্যন্ত মাত্র ২টি বিশ্ববিদ্যালয়ে চালু আছে। সেটি হচ্ছেঃ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস(বিইউপি) আর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এরোস্পেস এবং এভিয়েশন বিশ্ববিদ্যালয়। যেখানে ১০% নাম্বার দেয়া হয় ভাইবার পারফরম্যান্স এর উপরে। তাই আজকে মূলত এইটি নিয়েই আলোচনা করবো।
২. ভাইবার জন্য ড্রেস কোডঃ
ভাইবার রুমে যাবার জন্য ড্রেস অনেকটাই ম্যাটার করে। যেদিন আপনাকে ভাইবাতে কল করবে সেদিন প্রোপারলি ড্রেস পরে যাওয়া উচিত।
ছেলেদের জন্য ড্রেস কোড যেমন হওয়া উচিতঃ
→প্রফেশনাল ভাইভা মোতাবেক ফরমাল ড্রেসে যেতে হবে। ফরমাল ড্রেস বলতে সাধারণত ফরমাল শার্ট,প্যান্ট এবং সু, ব্লেজার, টাই ও থাকতে পারে।
→শার্ট টা লাইট কালারের পরবেন। জিন্স শার্ট,রক,মোবাইল শার্ট, দুই পাশে পকেট, এক কালারের শার্ট আরেক কালারের বোতাম ওয়ালা শার্ট এভয়েড করবেন। শার্টের কলার যেন ছোট না হয়।
→ফরমাল প্যান্ট এর মধ্যে গ্যাবাডি প্যান্ট পড়ে না। জিন্স প্রো-হেবিটেড।
→ব্লেজার পরলে (+) পয়েন্ট। তবে ব্লেজার আর প্যান্ট যেন এক কালার হয়। রঙধনু টাইপ এভয়েড করবেন।
→অবশ্যই টাই পরার চেস্টা করবেন, ব্লেজারের সাথে। যারা টাই পরতে পারো তারাই পরবেন।
→সু পরবা কাল অথবা ব্রাউন কালার। লোফার/রঙচঙা, মাইকেল জ্যাকশান সু পরবেন না!
→ ক্লিন শেভ করবেন।
→চুল ছোট রাখবেন (আর্মিদের মত আর কি)।
মেয়েদের ড্রেস কোড এর ব্যাপারে কিছু কথাঃ
→ভাইভা তে ফরমাল ড্রেসে যেতে হবে। ফরমাল ড্রেস বলতে সাধারণত শাড়ি কে বোঝানো হয়। শাড়ি পরে যাওয়াটা ভাল,মানে হচ্ছে (+) পয়েন্ট। শাড়ি যারা পরতে পার না তাদের জন্য ও কোন প্রবলেম নাই। তোমরা সালোয়ার কামিজ পরতে পার। কিন্তু এখানে লক্ষ্যণীয় বিষয় হল সালোয়ার কামিজ টা যেন ফরমাল হয়।
→ যারা হিজাব পরো, তারা পরতে পারো কোন সমস্যা নাই। ওয়েস্টার্ন ড্রেস গুলা একটু এভয়েড করার চেস্টা করবা।
→ চিপা পাজামা (চুজ না কি যেন বলে) ঐটা না পরাই ভাল।
→পাম্প সু/সু টাইপের জুতা পরে আসবা,পায়ের পাতা/আঙুল যেন দেখা না যায়।
→ভারি মেকাপ এভয়েড করবা জাস্ট লাইট মেক-আপ করবা।
→বিইউপি তে জিন্স টোটালি প্রো-হেবিটেড, জিন্স পরবা না।
→সালোয়ার কামিজ এর সাথে অবশ্যই ওড়না পরবা।
এক কথায় সবাই নিজেকে সুন্দর ভাবে প্রেজেন্ট করার চেস্টা করবেন। আপনার সৌন্দর্য আপনারর উপস্থাপনায় প্রকাশ করবে চেহারায় নয়।
উপরের ড্রেস কোডে আসতে সমস্যা হয় তবে,
ছেলেদের ক্ষেত্রে- এক কালারে শার্ট, এক কালারের প্যান্ট, সু, টাই, শার্ট ইন করে ভদ্র হয়ে চলে আসবেন।
মেয়েদের ক্ষেত্রে- সালোয়ার, কামিজ, উড়না, হিজাব(যদি পড়ে থাকেন), সু টাইপের জুতা এভাবে ভদ্র হয়ে চলে আসবেন।
৩. ইংরেজিতে ফ্লুয়েন্সিঃ
যদিও কস্টকর হলেও সত্য আপনাকে ভাইবা ইংরেজীতে নেবার সম্ভাবনা অত্যাধিক! বিইউপিতে ইংরেজিতেই ভাইবা নেয়া হয়ে থাকে। সেখানে দেখা হয় আপনি কত ভালো ইংরেজিতে কমিউনিকেশন করতে পারেন। তাই আপনার এই সময়ে উচিত ইংরেজিতে কমিউনিকেশিন করার অভ্যাস গড়ে তোলা।
৪. ভাইবাঃ
ভাইবার দিন যে সময় উল্লেখ থাকবে তার আগে গিয়ে উপস্থিত হবেন। গিয়ে দেখবেন কেউ আপনার থেকে সিগনেচার নিবে। এরপর সময় আসলে আপনাকে ভাইবা রুমে ঢুকিয়ে দিবে।
এবার আসা যাক কিভাবে কি করবেন তা নিয়ে!
আপনাকে কল করার পরেই, রুমের দরজা খুলে সবার আগে সালাম দিয়ে ঢুকবেন! এরপর, বলবেন May I Come In Sir/Madam?
তারপর পারমিশন দেবার পরে সোজা ভিতরে গিয়ে বসে পড়বেন না! যদি সাথে সাথে বসে পড়তে বলে তাহলে বসে পড়বেন। অন্যথায় আপনি জিজ্ঞাসা করবেন May I be seated?
এরপর পারমিশন দিলে চেয়ারে বসে পড়বেন।
ভাইবা রুমে কমপক্ষে ৩জন থাকেই মাঝে মাঝে ৫জন ৬জনও থাকে। যতজনই থাকুক আপনি ডিন যে থাকবে তার দিকে তাকিয়ে থাকবেন। যখন যে প্রশ্ন করবে ঠিক তার দিকে মুখ ঘুরিয়ে প্রশ্নের উত্তর দিবেন। উত্তর যে প্রশ্ন করেছে তার দিকে তাকিয়ে দিবেন, একেকদিকে তাকিয়ে তাকিয়ে উত্তর দেয়ার অভ্যাস থাকলে বাদ দেবার চেষ্টা করুন আর কথা বলার সময় হাত নাড়ানাড়ি কম করবেন।
ভাইবার শুরুতে আপনার থেকে আপনার ডকুমেন্টস চাইতে পারে। তাই সাথে করে HSC Marksheet ও Admit Card নিয়ে যাবেন।
এরপর ভাইবা শেষ হলে তারা আপনাকে যেতে বলবে। আপনি Thank You বলে আস্তে ধারিয়ে দরজা আস্তে খুলে বের হয়ে যাবেন।
কি ধরণের প্রশ্ন করতে পারে তা নিয়ে নিচে লেখা হলো।
৫. ভাইবার প্রশ্নাবলীঃ
ভাইবার ডকুমেন্টস দেবার পরে আপনাকে আপনার সম্পর্কে যেসকল প্রশ্ন করতে পারে-
- Introduce Yourself/How do you introduce yourself?/Let me know about yourself?
- Describe Yourself
- Why did you choose this subject?
- Did You got chance in any other universities? If you got chance then in which university you want to admit?
- Why Did you choose BSMRAAU/BUP?
- Can You List your strengths?
- What Weakness do you have?
- Why should BUP/BSMRAAU choose you?
- Tell me about your family?
- What do you think of your family?
- Have you switched from science to commerce? If Yes why? (This Question not applicable for BSMRAAU)
- Are You planning to going abroad? How do we know you'll not transfer to any other university abroad later on?
- Where do you want to see yourself 10 years from now?/ What is your future plan?
- What was the last book you read?
- What are you achievements?
উপরে উল্লিখিত প্রশ্নাবলী হচ্ছে নরমাল প্রশ্ন যা সবাইকে জিজ্ঞাসা করবে। এর বাইরেও যে বিষয় এর উপর প্রশ্ন করবে তা হলোঃ
→For BSMRAAU/BUP(FST):
আপনাদের ক্ষেত্রে ম্যাথ থেকে ম্যাথ করতে দিতে পারে, পদার্থ এর ম্যাথ, রসায়ন থেকে বেসিক প্রশ্ন আর জীববিজ্ঞান থেকে প্রশ্ন করতে পারে।
→For BUP(FBS):
আপনাদের ক্ষেত্রে কমার্স রিলেটেড প্রশ্ন করবে যেমনঃ আপনি কি জানেন, এইটা কি ওইটা কি! যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে আসবেন তাদের কমার্সের একেবারে বেসিক ব্যাপারগুলি জেনেই যাবেন!
→For BUP(FASS/FSSS):
সাধারন জ্ঞানই যথেষ্ট!
তাছাড়া মূল বই থেকে প্রশ্ন করার বাইরে যেখান থেকে প্রশ্ন করতে পারেঃ
- General Knowledge
- Recent Affairs
- International Affairs
- National Affairs
- About PM/President/Ministers Name & Dept.
- Latest Novel Award Winners
- About New PM of different countries
- About United Nations
- Your Extra Curricular Award Related Questions*
- Your Club Achievement related কুএস্তিওন্স
- About Your Hobby
এরকমই প্রশ্ন করা হয়ে থাকে মূলত এর বাইরে আপনার বিষয় সম্পর্কে অথবা আপনাকে যে প্রশ্ন করেছে আর আপনি ওইটার উত্তর যেভাবে দিয়েছেন সেই টপিক্সের উপর আরো প্রশ্ন করতে পারে।
তাছাড়া আপনি যদি বাংলা ভার্সনের হয়ে থাকেন পড়ালেখা রিলেটেড প্রশ্নের উত্তর ইংরেজিতে দেয়া কস্টকর। তাই যদি আপনার ইংরেজিতে উত্তর দিতে সমস্যা হয় বলে নিবেন যে, Sir, Can I answer it in Bengali?
৬. নমুনা উত্তর প্রশ্নসমূহেরঃ
উপরে উল্লেখ করা ১নম্বর আর ২নম্বর প্রশ্ন একরকম লাগলেও উত্তরে ভিন্নতা আছে। ১নম্বরের উত্তরে আপনি আপনার সম্পর্কে আপনার বাবা, মা এর নাম কোথায় কাজ করে আপনার শখ, কোথা থেকে পাস করেছেন, কত জিপিএ অর্জন করেছেন এই সম্পর্কে বলতে পারেন। কিন্তু ২নম্বর প্রশ্নের উত্তরে আপনাকে আপনার পারসোনালিটি অর্থাৎ আপনার বিশেষ বিশেষ গুনাবলী নিয়ে বলতে হবে এখানে বাবা মা নিয়ে বলবেন না!
তাহলে ১ আর ২নম্বর প্রশ্নের উত্তর যেভাবে দিতে পারেনঃ
১এর ক্ষেত্রে যেগুলি বলবেনঃ
- Your Full Name
- Name of your former institutions
- Your result, Year of passing
- Parents profession & name
- Numbers of brothers & sisters
- Your hobby
তাহলে যেভাবে উত্তর দিবেনঃ
1.Introduce Yourself?
→ Answer: I would like to introduce myself as Mahbub Sarwar,as i said. I have just completed my HSC from Adamjee Cantonment College with GPA 5. Before that I completed my SSC in 2010 from Shaheed Ramiz Uddin Cantonment School with GPA 5. My father is a...& my mother is a....I like..(hobby)
আর ২ নম্বরের উত্তর যেভাবে দিবেনঃ
2. Describe Yourself?
→Answer: I am a very simple person as you see. I consider my ability to get along with others as a great assets. Growing up in a family of supportive and caring individuals recognizes the importance of considering everyone's opinion when taking major decisions. I believe I am a versatile person who can adapt to given circumstances. My motto of life is that life is too short we should make the best out of it. I believe I am a hardworking person with little emotion but the word that describes me well is 'punctual'.
এবার আসা যাক ৩নম্বর বিষয় নিয়ে! এটি নির্ভর করছে আপনি সাবজেক্ট চয়েজে কোনটি আগে দিয়েছেন! যদিও এখন পর্যন্ত BSMRAAU তে ১টি সাবজেক্টই Add করা হয়েছে কিন্তু BUP তে গুলি বিষয় তাই এখানে সাবজেক্ট চয়েজে ১নম্বরে দেয়া সাবজেক্টটি নিয়েই প্রশ্ন করবে। যেমন ধরুন আপনি Law দিয়েছেন 1নম্বরে তবে আপনাকে বলতে হবে Law কেন পড়তে চান! এটির উত্তর নিজের মত করে প্রস্তুত করে দিবেন অন্তত ১মিনিট এটির উপরেই উত্তর দিবেন।
তারপর ৪ নম্বর প্রশ্ন যেখানে বলা হয়েছে, আপনি কি কোথাও চান্স পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে দুটির ভেতর আপনি কোনটায় যাবেন?
→এটি ইংরেজিতে নিজের মত করে দিবেন! যেহেতু এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। কিন্তু হ্যা পড়েন না পড়েন অবশ্যই বলার ট্রাই করবেন যে আমি এখানে (অর্থাৎ যেখানে ভাইবা দিচ্ছেন) সেখানে পড়বেন! তাহলে চান্স পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে, পরে আপনি পড়বেন কি পড়বেন না আপনার ব্যাপার।
যেমন হতে পারে উত্তরঃ
Answer→ Sir, I Got Chance in RU and CU but If I Got chance in your university(নাম উল্লেখ করবেন) then I will study here as my position in RU & CU isn't good & I will not get my dream subject. But if I got chance in my favourite subject here then obviously I will admit in BUP/BSMRAAU.
এবার আসা যাক, ৫নম্বর প্রশ্নে, যেখানে জিজ্ঞসে করা হয়েছে, আপনি কেন BUP/BSMRAAU তে পরতে চান?
এখানে আপনি উল্লেখ করবেন, আপনার প্রিয় বিষয়টি এখানে আছে, এটি ক্যান্টনমেন্টে, রাজনীতিমুক্ত ক্যাম্পাস আর সেশনজট নেই।
যেমন হতে পারে উত্তরঃ
Answer→ I want to study in BUP/BSMRAAU because it is one of the most prestigious university of Bangladesh. Even there is no politics in BUP/BSMRAAU so its a plus point & I don't need to worry because day by day politics in Universities becoming worried thing & as it is in Cantonment Area so there are no problems. I can study here without any tension. There is also no Session Jam so it is also a plus point for me. Thinking all of this I made up my mind to study here.
৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে, আপনার কিছু শক্তি বা গুনাবলীর কথা! সবাই যেটি বলে সেটি হলো Capable, hard-working, diligent. কিন্তু Uniqueness না থাকলে আপনাকে তারা সিলেক্ট করবে না! তাই একটু ইউনিকভাবে উত্তর দিবেন।
যেভাবে বলবেন-
Answer- My Strength is that I can set my heart to stick to my goal untill the goal has been achieved. I would say I can sacrifice everything to achieve my passion. Any attempt to use any suitable adjective to depict oneself is like making a balance sheet without liabilities. I have some liabilities also.
৭ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে আপনার কি কি দূর্বলতা আছে। এটি জানতে চাইলে কখনোই বলবেন না আপনার দূর্বলতা নেই কারণ কোন মানুষই পুরোপুরি পারফেক্ট না! আর যদি বলেন দূর্বলতা নেই তাহলে আপনাকে বেশিই জালাবে তারা! তাই ভেবেচিন্তে উত্তর দিবেন। আপনি খুজে বের করুন আপনার দূর্বলতা কোথায় সেটিই বলবেন।
যেভাবে দিতে পারেন-
Answer- My greatest weakness is that I'm too much perfectionist. I can't do anything without making it 100% right. Even if that means sacrificing all my free time and working off the clock to make sure all my ducks are in a row.
৮নম্বরে জানতে চাওয়া হয়েছে, BUP/BSMRAAU কেন আপনাকে সিলেক্ট করবে? আপনি আপনার বিশেষ গুনাবলী সম্পর্কে বলবেন যার জন্য আপনাকে নেওয়াই উচিত।
যেমন হতে পারে-
Answer→ You should select me Because l can able to fulfill the criteria, if you select me it will be a great platform to showcase my skills and if selected I will give my 100% so that I can help in making BUP/BSMRAAU proud and the best Institute/University among the others.
৯নম্বরে আপনার ফ্যামিলি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। কে কে আছে কয়জন ভাই বোন এগুলি ডিটেইলসে বলবেন। যেমনঃ
Answer- My family has six members. My mother is a housewife and my father is working with an NGO. My only elder sister is married & she has two childrens.My two brothers are working in private organizations. They are also married & they has two and three children respectively. I'm the youngest member of my family.
১০নম্বরে আপনি আপনার ফ্যামিলি সম্পর্কে কি মনে করেন তা জানতে চাওয়া হয়েছে। যেভাবে বলতে পারেনঃ
Answer- I think my family is an idol family of our locality. Each Member of our family helps each other in the time of danger. All of them are very friendly. The word that best describes our family is "organized ". I am really proud of my family.
১১নম্বর প্রশ্নটি শুধুমাত্র বিইউপির জন্য। যদি আপনি সাইন্সে পড়েও BBA/LAW/IR/DHSM অন্যান্য বিষয় নিয়ে থাকেন তবে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। এটি সম্পূর্ণ নিজের মত করে বলবেন! বলবেন আপনার কমার্সের বিষয়ে আগ্রহ বেশি, কমার্স নিয়ে পড়লে আপনি জীবনে সাফল্য লাভ করতে পারবেন!
১২নম্বরে বলা আছে, আপনি ভর্তির পর যদি বিদেশ চলে যান? এটি যদিও পরে আপনি চাইলেই করতে পারেন তবুও উত্তরে যাবেন না বলবেন। যেভাবে বলতে পারেন-
Answer- No, I am not. I believe I can enjoy quality education from BUP. It is a combination of high standard education, which is within my means. If I had intended to I would have done so earlier for my bachelor's degree.
১৩ নম্বর প্রশ্নটি হলো, আপনি নিজেকে আগামী ১০বছরে কোথায় দেখতে চান? অথবা, আপনার ফিউচার প্লান কি?
আপনি নিজের মত সাজিয়ে বলতে পারেন অথবা এভাবেও বলতে পারেন-
Answer- Everybody has a future plan and so do I. I look forward to Studying at BUP/BSMRAAU for my BSc in Aeronautical Engineering/BBA/FASS/FBS/FSSS/FST. I will be involved in many extra - curricular activities as I am very interested in it. After having my MBA/MSc. I would like to settle my career. My long-term goal involves growing with a company where I can continue to learn additional responsibilities and contribute as much value as I can. I want to see myself as a top performing employee / entrepreneur in a well-established organization,
অথবা,
As Everyone has a future plan, I also have a future plan and that is to study BSc in BSMRAAU/BUP in --- Subject & Complete Bsc with a good grade and then I want to complete MSc in this subject after that I will try to settle my career in a reputed organisations and learn many responsibilities and where I can show my talent & make myself a top performing Entrepreneur.
১৪নম্বরে আপনি শেষ কোন বই পড়েছেন সেটা জিজ্ঞাসা করা হয়েছে। এখানে আপনার টেক্সটবই এর কথা বলবেন না আবার তাহলে ব্যাপারটা হাসি-ঠাট্টার হয়ে যেতে পারে। আপনার শেষ পড়া উপন্যাস, গল্প, রহস্যাত্নক লেখা, কবিতা এগুলি নিয়ে বলতে পারেন এরপর এই গল্প বা উপন্যাসটিতে কি আছে সেটিও বলতে পারেন।
১৫নম্বরের আপনার কলেজ স্কুলের অর্জন সম্পর্কে জানতে চাইবে। সেটি বলে দিবেন, যদি দৌড় প্রতিযোগিতা বা ক্লাবের প্রেসিডেন্ট এমন কোন অর্জন বা গান করেছেন, নেচেছেন এমন সাফল্যও থাকে তাই বলবেন।
৭. ভাইবাতে জিজ্ঞাসা করা পড়াশোনা রিলেটেড প্রশ্নঃ
→BSMRAAU যেহেতু এরোস্পেস এবং এরোনটিকাল রিলেটেড তাই এখানে পদার্থবিজ্ঞান ২য় পত্র বইয়ের ১১তম অধ্যায় থেকে প্রশ্ন করার সম্ভাবনাও আছে। তাছাড়া পদার্থবিজ্ঞান ১ম পত্র বইয়ের ১ম অধ্যায়ের বিজ্ঞানীদের অবদানও গুরুত্বপূর্ণ।
চেষ্টা করবেন, মহাকাশ ও বিমান এর ইতিহাস ও বিবর্তন নিয়ে জ্ঞান রাখতে। পদার্থ, ম্যাথের সূত্র দেখে আসবেন ম্যাথ করতে দিতে পারে বা সূত্র জিজ্ঞাসা করতে পারে।
→BUP এর ভাইবাতে FBS-এ যারা কমার্স থেকে তাদের হিসাববিজ্ঞান, মার্কটিং, ফিন্যান্স এর ভেতর থেকে প্রশ্ন করতে পারে। আর সাইন্সের যারা তাদের যে বিষয়ে সিলেক্টেড হয়েছে সে বিষয় রিলেটেড যাবতীয় জ্ঞান রাখা উচিত।
→BUP এর FASS ও FSSS এ যারা টিকবে তাদের ক্ষেত্রে সিলেক্টেড বিষয় সম্পর্কে জ্ঞান আর সাধারণ জ্ঞান সম্পর্কে জানলেই হবে।
→BUP এর FST এর জন্য ICT বইয়ের ৪র্থ অধ্যায় আর পদার্থ এর সূত্রাবলী ও বেসিক, রসায়ন এর বেসিক জ্ঞান, জীববিজ্ঞানের বেসিক্স।
৮. সাধারণ জ্ঞান রিলেটেড প্রশ্নঃ
যেমনঃ
১. এই বছর সাহিত্যে কে নোবেল পেল?
২. এই বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেল?
৩. কয়জন দম্পতি এখন পর্যন্ত নোবেল পেয়েছে?
৪. যে নোবেল পেয়েছে তার সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান।
৫. বাংলাদেশের পুরো নাম?
৬. বাংলাদেশের প্রেসিডেন্ট/সড়কমন্ত্রী/রেলমন্ত্রী/প্রধানমন্ত্রী/…..
এমন কিছু প্রশ্ন করা হতে পারে, আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন।
এখন কিরকমভাবে ভাইবা নেয়া হয় তার একটি ভাইবা এক্সপিরিয়েন্স দিচ্ছি। পুরোটা পড়লেই বুঝবেন।
৯.ভাইবা এক্সপিরিয়েন্সঃ (BUP তে ICE সাবজেক্টের জন্য)
5 Teachers were sitting inside of a room. When the bell rang I opened the door then….
Me: May I Come In Sir?
Dean: Yes, Come In. Please be seated.
Then He said.
Dean: Give me your document.
Then A Madam Sitting left corner of me questioned me,
Madam: Whats your favourite Subject?
Me: ICE
Then Again,
Madam: Did You participated any extra-curricular activities?
Me: No, Madam
After some seconds he asked me,
Dean: Let me know about Yourself.
Me: I am……. I passed SSC from….. with GPA…. Then I passed HSC from…… with GPA….. My Father is an Army & My mother is a homemaker. My Hobby is to travel to new places. That's it.
Then Suddenly A Madam Asked me,
Madam: What's the rank of your Father?
Me: MWO
Then Dean Asked me,
Dean: Is he still serving or retired?
Me: Serving
Dean: Then You should've mention all informations about your father as you got chance because of your father. Isn't it?
Me:......
Then A Madam Sitting Before me and left corner of dean questioned me,
Madam: Did you get chance in any of the University?
Me: No, Madam!
Madam: You Didn't get chance still?
Me: Actually madam I am in the waiting list of DU-D Unit & NSTU.
Then that left corner madam asked me:
Madam: What's Your Position in DU-D?
Me: ---
Then A Madam sitiing left of DEAN Started Questioning me..
Madam: Can you tell some name of programming langueses?
Me: Yes,Madam. C, C++, Java, Python
Madam: Ok. Can you tell me the differnece between Python & Other Programming Langueses?
Me: Madam, Python is 4GL and others are 3GL.
Madam Didn't understand what I told!
Madam: What's GL?
Me: Generation Language
Madam: I Know that Python is higher Language then others.
Then Another Madam Questioned me,
Madam: Can you Differnece Between Heat & Temperature?
Me: একটা তাপ আরেকটা তাপমাত্রা
Madam: তুমি তো ট্রান্সলেট করলা একটু ব্যাখা দাও
Me: তাপমাত্রা হচ্ছে অনুভব করা যায় আর তাপ…
Madam: আর তাপ যায় না?
I got cofused
Then Dean gave me a Math Realted to Physics
But Unfortunately, my calculation was wrong!!
Dean: How did you solve the math?
Me: Sorry Sir. Calculation was wrong!
Dean: Then write down the correct one.
Another madam asked me,
Madam: Do you know the formula?
I told her.
MeMadame Sir.
Dean: Ok.
Then Again that madam Questioned me
Madam: Can you solve radian Based Math?
Me: Sorry Madam.
Then Another Madam start questioning me
Madam: Do You Know how many main particles are of atom?
Me: 3 Madam.
Madam: What are they?
Me: Electron, Proton, Newtron.
Madam: সবাই কি চার্জ নিরপেক্ষ?
Me: না ম্যাম! নিউট্রন চার্জ নিরপেক্ষ। আর ইলেক্ট্রন ঋণার্ত্নক!
Madam: তাহলে ইলেকট্রনের চার্জ কত?
I Was Always Confused Here Charge of Electron 9.111 or -1
Me: Madam, -1
Another Madam Told me that
Madam: গুলিয়ে ফেলছো কেন
Me:............
Then Dean Started
Dean: So, I think your's question is over.
Those madams said Yes. BUT A Sir was sitting right of me questioned:
Sir: Ok আমাকে দেখে তোমার কি মনে হয় যে আমার ব্রেইনের Weight কত হতে পারে?
Then Every Madam was laughing & saying,
Madam: স্যারেরটার ওজন বেশি হতে পারে
BUT I was confused & I didn't heard the word brain After watching him I Answered:
Me; 65
Sir: 65 gm or KG?
Me: KG!
Sir: 65KG! না আমি আসলে বললাম আমাকে দেখে আমার ব্রেইনের Weight কত হতে পারে?
then I Understood I missed that brain
Me: Oh, Sorry Sir! ……..1.37Sir
Sir: Exactly
Actually I Forgot Already What was the answer Maybe My Brain told him what was It's weight.
Then Dean: Ok You can go now.
Me: Thank You, Sir!
আপনার ভাইবাও ঠিক এমনটাই হবে। তাইলে যেভাবে যা বললাম সেভাবে প্রিপারেশন নিতে থাকেন ইনশাআল্লাহ ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে পড়ার জন্য! প্রশ্ন থাকলে স্লাইডবারে গিয়ে Contact Us এ আপনার প্রশ্নটি করতে পারেন।
NOTE: This Blog may be contains some videos, images, words, voices, sentences, tunes, vocals, musics, notes, comments, statements and quotations direct individuals or from any organization ; It's content are collected from partly or fully without the prior authorization of the owner any registered website, television shows, magazines and from journals.
Copyright protected content will be used without proper permission ( under fair use ) for non-profit, personal use, criticism, teaching, scholarship, research, social development and social awakening. Contents are covered by People's Republic of Bangladesh under Copyright Act 2000. Law no. 28. Section 36 of Chapter 06. And Section 72 of Chapter 13. If the copyrighted material is used without authorization for the above activities, it will not be considered as penal offense.
In addition every care has been taken to source of the materials and gives due credits to the original publisher or website.
If you wish to use copyrighted material from this channel for purposes of your own ; you can do it. But if you go beyond ' fair use ' ; you must obtain permission from the copyright owner
NOTE: This Blog may be contains some videos, images, words, voices, sentences, tunes, vocals, musics, notes, comments, statements and quotations direct individuals or from any organization ; It's content are collected from partly or fully without the prior authorization of the owner any registered website, television shows, magazines and from journals.
Copyright protected content will be used without proper permission ( under fair use ) for non-profit, personal use, criticism, teaching, scholarship, research, social development and social awakening. Contents are covered by People's Republic of Bangladesh under Copyright Act 2000. Law no. 28. Section 36 of Chapter 06. And Section 72 of Chapter 13. If the copyrighted material is used without authorization for the above activities, it will not be considered as penal offense.
In addition every care has been taken to source of the materials and gives due credits to the original publisher or website.
If you wish to use copyrighted material from this channel for purposes of your own ; you can do it. But if you go beyond ' fair use ' ; you must obtain permission from the copyright owner