শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ঃ দেশের একটি নতুন বিশ্ববিদ্যালয়

LOGO OF SHU

 আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি দেশের নতুন একটি বিশ্ববিদ্যালয় যেটি তার কার্যক্রম শুরু করেছে মাত্র ১বছর আগে। ইতিমধ্যে এটিতে একটি ব্যাচ পড়ালেখা শুরু করেছে। বিশ্ববিদ্যালয়টির নাম হলো- "শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়"। বিস্তারিত নিচে-

১.অবস্থানঃ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বর্তমানে একটি ভবনে এর ক্লাস নেয় শুরু করেছে। এর স্থায়ী ক্যাম্পাস নেত্রকোনা জেলায়। যেখানে ৫০০একর জমিতে এর পুরো বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। বর্তমানে এটি Under Construction এ আছে।

২. কার্যক্রমঃ এটি ২০১৮ সালে এর কার্যক্রম শুরু করে। ২০১৭ সালের ডিসেম্বরে এর আইন পাস হয় এবং সরকারের অর্থায়নে গড়ে ওঠে এই বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে ১টি ব্যাচ ক্লাস করছে এবং আরেকটি সবেমাত্র ভর্তি হয়েছে।
ACADEMIC BUILDING OF SHU

৩. অনুষদসমূহঃ এই বিশ্ববিদ্যালয়টিতে মোট ৩টি অনুষদ আছে যার মধ্যে ৪টি বিষয়ের উপরে ক্লাস বর্তমানে নেয়া হচ্ছে। বিষয়গুলি হলো-
অনুষদ
বিষয়
আসনসংখ্যা
কলা অনুষদ
বাংলা
৩০
ইংরেজি
৩০
সামাজিক বিজ্ঞান অনুষদ
অর্থনীতি
৩০
বিজ্ঞান অনুষদ
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই) 
৩০
 
৪. ভর্তি কার্যক্রমঃ
     আবেদনের যোগ্যতাঃ প্রথমেই বলে রাখি এই বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের ভর্তি হবার কোন সুযোগ নাই। তাই এখানে ভর্তি হতে হলে ফার্স্ট টাইমার হতে হবে।

--- কলা অনুষদঃ  যে বিভাগ থেকেই আসেন না কেন এসএসসি ও এইচএসসি মিলিয়ে (৪র্থ বিষয়সহ)  জিপিএ ৭.০০ পেতে হবে। সাথে এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে জিপিএ ৩.০০ করে থাকতে হবে। যদি ইংরেজী পড়তে চান তবে এইচএসসিতে নূন্যতম " এ-" পেতে হবে।

--- সামাজিক বিজ্ঞান অনুষদঃ যে বিভাগ থেকেই আসেন না কেন এসএসসি ও এইচএসসি মিলিয়ে (৪র্থ বিষয়সহ)  জিপিএ ৭.০০ পেতে হবে। সাথে এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে জিপিএ ৩.০০ করে থাকতে হবে। অর্থনীতি পড়তে চাইলে এইচএসসিতে অর্থনীতি, গণিত, পরিসংখ্যানের যেকোন একটি থাকতেই হবে এবং ওই বিষয়ে নূন্যতম "এ-" পেতে হবে।

--- বিজ্ঞান অনুষদঃ  সিএসইতে পড়তে বিজ্ঞান বিভাগী হতে হবে সাথে এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৮.০০ থাকতে হবে (৪র্থ বিষয়সহ)। এইচএসসিতে গণিতে নূন্যতম জিপিএ "এ-" থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত উত্তর করতেই হবে। 
  
     অনলাইনে আবেদনঃ সাধারণত সেপ্টেম্বর মাসে সার্কুলার প্রকাশ করে থাকে এই বিশ্ববিদ্যালয়টি। সার্কুলার প্রকাশ করার মাসের মধ্যেই মূলত অনলাইনে আবেদন করতে হয়। অনলাইনে আবেদন করতে এই লিংকে যেতে হবেঃ Apply to Sheikh Hasina University
এরপর যাবতীয় তথ্য দেবার পরে Application ID সংরক্ষন করতে হবে। এই Application ID টাকা প্রদান, এডমিট কার্ড নামাতে দরকার পড়বে।

টাকা প্রদানঃ প্রথমেই বলি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৭০০/- টাকা। প্রতি অনুষদের জন্য আপনাকে আলাদাভাবে ৭০০/- টাকা দিতে হবে। (সার্ভিস চার্জসহ) মূলত বিকাশ ও রকেটের মাধ্যমে টাকা প্রদান করতে পারবেন। যেভাবে পাঠাবেনঃ
Payment Procedure of SHU

কোটাঃ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ৪ধরণের কোটা সুবিধা পাবেন। ১. মুক্তিযোদ্ধা ২.শারীরিক প্রতিবন্ধী ৩.পোষ্য(শে.হা.বির কর্মরতদের সন্তান) ৪.নৃজাতি/উপজাতি। আবেদনের সময় দিতে ভুলবেন না যদি থেকে থাকে।

→ইংরেজী পরীক্ষা দিতে English Version সিলেক্ট করবেন

     এডমিট কার্ডঃ অনলাইনে আবেদন শেষে নিদিষ্ট দিনে এডমিট দেয়া শুরু হবে। তার জন্য ApplicationID লাগবে। আর প্রবেশপত্র অবশ্যই দুই কপি প্রিন্ট করবেন।    

     সিট প্লানঃ পরীক্ষার আগে এই লিংকেঃ Click to see seat plan সিট প্লান প্রকাশ করবে। সে অনুযায়ী ৩০মিনিট আগে দিয়ে হলে থাকিতে হবে।

     পরীক্ষাঃ
এখানে পরীক্ষা নেয়া হবে লিখিত ও এমসিকিউ উভয় পদ্ধতিতে। অর্থাৎ, প্রথমে আপনাকে ১০০নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে ৬০ মিনিটে পরে শেষ ৩০মিনিটে ৩০নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। বিস্তারিত---

MCQ পরীক্ষাঃ
    এমসিকিউ থাকবেঃ ১০০টি
    সময়ঃ ১ঘন্টা
    পাশ নম্বরঃ ৫০

এমসিকিউ পরীক্ষার পরপরই লিখিত পরীক্ষা নেয়া হবে। কিন্তু আসন সংখ্যার ১০গুন লিখিত খাতা মূল্যায়ন করা হবে। অর্থাৎ ৩০সিটের বিপরীতে মাত্র ৩০০টি খাতা মূল্যায়ন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে এমসিকিউ পরীক্ষায় ভালো মার্ক পেয়ে প্রথম ৩০০জনের ভেতর থাকতে হবে।

লিখিত পরীক্ষাঃ
    প্রশ্ন থাকবেঃ ৩০নম্বরের
    সময় থাকবেঃ ৩০মিনিট
    পাশ নম্বরঃ ১২

→সম্পূর্ণ পরীক্ষাঃ
    মোট নম্বরঃ ১৩০
     সময়ঃ ১ঘন্টা ৩০মিনিট
    পাশঃ ৬২

→পরীক্ষার মানবন্টনঃ
অনুষদ
এমসিকিউ
লিখিত
কলা
বাংলা- ৩০
ইংরেজি- ৩০
সাধারণ জ্ঞান- ৪০
বাংলা-১০
ইংরেজী- ১০
সাম্প্রতিক বিষয়াবলী- ১০
সামাজিক বিজ্ঞান 
বাংলা-২৫
ইংরেজী- ২৫
অর্থনীতি/বিজ্ঞান- ২৫
সাধারণ জ্ঞান- ২৫  
বাংলা- ১০
ইংরেজী- ১০
অর্থনীতি/গণিত- ১০ 
বিজ্ঞান
বাংলা-১৫
ইংরেজি- ১৫
গণিত- ২০
পদার্থবিজ্ঞান- ২০
রসায়ন-২০
আইসিটি- ১০  
গণিত- ১০
পদার্থবিজ্ঞান- ১০
রসায়ন/আইসিটি- ১০

৫. ভর্তি প্রক্রিয়াঃ
পরীক্ষার পরে যেকোন দিন রেজাল্ট প্রকাশিত হবে। এরপর আপনি যদি টিকে থাকেন তাহলে আপনার প্রস্তুত হতে হবে সকল কাগজপত্র রেডী করার জন্য। যা যা লাগবে-
১. ভর্তি ফর্ম ও রশিদ (অগ্রনী ব্যাংক বিশ্ববিদ্যালয়ের নিকট হিতে গ্রহণ করতে হবে)
২. ৩কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩. এসএসসি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট (১কপি ফটোকপি ও সকল মেইন কপি)
৪. নেত্রকোনা সিভিল সার্জন প্রদত্ত সাস্থ্য সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট।

এগুলি নিয়ে গিয়ে ভার্সিটির রেজিস্ট্রার অফিসে গিয়ে দিয়ে আসতে হবে। তবে, রশিদের ক্ষেত্রে একটি অংশ ব্যাংক রেখে দিবে যখন আপনি টাকা প্রদান করবেন ভর্তির।

→ভর্তির সময় প্রদেয় ফিঃ
    সামাজিক বিজ্ঞান অনুষদ ও কলা অনুষদের ক্ষেত্রে আপনাকে প্রদান করতে হবে→ ১৫,৫৪০/- টাকা। যেটি শুধু ভর্তি ফি।
    কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য আপনাকে প্রদান করতে হবে→১৮,০০০/- টাকা। যার মধ্যে ১৫,৫৪০/- টাকা ভর্তি ফি আর ২,৪৬০/- টাকা ল্যাব ফি।

৬. হোস্টেলঃ এটি নতুন বিশ্ববিদ্যালয় তাই এর নিজস্ব কোন হল নেই। তাই আপনাকে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ভাড়া থাকতে হবে।

৭. প্রতি বছর জানুয়ারি মাসের ১তারিখ থেকে এর ক্লাস শুরু হয়।

৮. ওয়েবসাইটঃ Website of Sheikh Hasina University

যদি আরো কিছু জানার থাকে Contact Us এ গিয়ে মূল্যবান প্রশ্ন করুন।