বাংলাদেশে Economics কে
mainly Social Science faculty এর subject হিসেবে ধরা হয়।তবে বাইরের দেশে
Economics সাইন্স faculty এর
subject হিসেবেই বেশি পরিচিত।
বাংলাদেশেও কিছু কিছু ভার্সিটিতে
Economics কে science এর
subject হিসেবে ধরা হয়।Public
varsity এর মধ্যে
Ju তে Economics
কে সাইন্স হিসেবে ধরা হয়।এছাড়াও অনেকগুলো স্বনামধন্য প্রাইভেট ভার্সিটিতে Economics
সাইন্স
faculty এর সাবজেক্ট হিসেবেই রয়েছে।আমাদের চারপাশের সীমিত সম্পদের কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় অর্থনীতি তা নিয়ে আলোচনা করে।অর্থনীতিকে বলা হয়
Royal Subject।বর্তমান পৃথিবী যদি কোনো ধাঁধা হয় তবে তার উত্তর হলো অর্থনীতি।আসলে অর্থনীতিতে সমাজবিজ্ঞান আর বিজ্ঞানের সংমিশ্রণ ঘটেছে। আর ব্যবসায় প্রশাসনতো খোদ অর্থনীতির কোলেই বেড়ে ওঠেছে। অর্থনীতি এমন এক বিজ্ঞান যার গবেষণাগার গোটা পৃথিবী। অর্থনীতির গেম থিওরি এতটাই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ তত্ত্ব যে এটা নিয়ে মনোবিজ্ঞান থেকে শুরু করে হালের কম্পিউটার সায়েন্সের বিজ্ঞানীরাও নিজেদের ক্ষেত্রে এটাকে কাজে লাগাচ্ছেন।এখানেই অর্থনীতির শ্রেষ্ঠত্ব।
**চাকরি সুযোগ**
আগে সব সাবজেক্ট থেকে ব্যাংক এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে এপ্লাই করা গেলেও এখন অনেক জায়গায়ই উল্লেখ করে দেয়া হয় শুধু বিবিএ এবং অর্থনীতি গ্র্যাজুয়েটদের জন্য।
**প্রথমেই বলতে হবে
Economics এর শিক্ষার্থীদের জন্য আছে বিসিএস এ কোঠা দিয়ে পরিসংখ্যান ভবনের মতো জায়গায় ক্যাডার হওয়ার সুযোগ।বিসিএসের শিক্ষা ক্যাডারে গড়ে ৫০টা সিট থাকে
Economics এর শিক্ষার্থীদের জন্য।এছাড়া অন্যান্য ক্যাডারেও চলে
Economics এর রাজত্ব।
**World Bank এর এদেশীয় শাখা থেকে শুরু করে যেকোনো আর্থিক প্রতিষ্ঠানে Economics
কে খুবই
prefer করা হয়।
**যেকোনো কম্পানির ম্যানেজমেন্টে ৪-৫ বছরের অভিজ্ঞতায় ৮০ হাজার+
salary হওয়া Economics
এর শিক্ষার্থীদের জন্য স্বাভাবিক ব্যাপার!
**Public এবং
Private সকল ভার্সিটিতেই
Economics department রয়েছে।ভাল রেজাল্ট ধারীদের জন্য
faculty হিসেবে সেখানে
join করাটা সময়ের ব্যাপার মাত্র।
**এছাড়া Economics থেকে আছে
UN অর্থাৎ জাতিসংঘ কিংবা অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চাকুরি করার সুযোগ।
**Economist বা অর্থনীতিবিদরাই একটি দেশের অর্থনীতির প্রধান পথপ্রদর্শক।চেষ্টা থাকলে তুমিও হয়ে উঠতে পার একজন বিখ্যাত
Economist। এই সুযোগ শুধুমাত্র Economics
শিক্ষার্থীদের জন্যই বরাদ্দ। পরিশেষে বলবো,Economics
পড়া সমাজবিজ্ঞান বিভাগ এর অন্যন্য বিষয়ের চেয়ে তুলনামূলকভাবে কিছুটা কঠিন হলেও উজ্জ্বল ক্যারিয়ার গড়ার লক্ষ্যে Economics
ই হতে পারে তোমাদের প্রথম চয়েজ।
Comments
Post a Comment