Subject Review: Finance & Banking


আজকের ১০০টাকা আগামীকালের ১০০টাকার সমান নয়। কারণ অর্থের মূল্য বাড়তে কমতে পারে। আমাদের বাবা-মারা অনেক সময় গল্প শোনান
জানিস, আমাদের আমলে টাকা দিয়ে খাসি পাওয়া
যেত। টাকা দিয়ে পুরো সপ্তাহের বাজার হয়ে
যেত। আচ্ছা, আপনাকে যদি আজকে টাকা দিয়ে
বলা হয়যা, বাজার করে নিয়ে আয় তাহলে কি বাজার
করতে পারবেন? না। বাজারের জাল ব্যাগ কিনতে
পারবেন না!

তার মানে ৪০-৫০ বছর আগের টাকা কিন্তু আজকের টাকার সমান নয়। এজন্যই মানুষ জানতে চায় যেআজকে যদি আমার পকেটে ১০০ টাকা থাকে তাহলে বছর পরে এটার মূল্য কত হবে?”

এই প্রশ্নের জবাব দিতে পারেফিন্যান্স।
এখন আসি মূল কথায়...............

ফিন্যান্স হচ্ছে অর্থ ব্যবস্থাপনার বিজ্ঞান। ফিনান্স হল ব্যবসা ব্যবসায়ের ছাত্রছাত্রী দের জন্য এমন কোর্স যা কিনা সারা বিশ্বের Economic Environment নিয়ন্ত্রণ করে
আগেই বলে রাখি যারা Finance পড়ে জব করে বা বড় কোন ডিগ্রি নেয় তাদেরকে মূলত analyst/specialist/consultant বলে কারণ তাদের কাজই তো ওইগুলো
এটি ব্যবসায়িক কর্মকান্ডের একটি স্বতন্ত্র ক্ষেত্র বিশ্বে ব্যবসায় ব্যবস্থার ক্যারিয়ার গড়ার জন্য সবচেয়ে জনপ্রিয় কয়েকটি সাবজেক্ট এর মধ্যে Finance হল প্রথম চয়েস
জনপ্রিয় সাবজেক্ট গুলো কে একত্রে বলা হয় FAME(F- Finance, A-Accounting, M-Management, E-Economics)

যে কাজগুলো একজন financial analyst/specialist মূলত করে থাকে তাহলঃ
- অর্থ এবং অর্থের বিকল্পসমূহের উৎস খোঁজা,
- আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ ,
- বিপণন ব্যবস্থাপনা(marketing & management) নিয়ন্ত্রণ ,
-ব্যবসায়ে মূলধন যোগানের ব্যবস্থা ,
-সম্পদ, দায় ঝুঁকি লেনদেন এবং ক্রয়বিক্রয়ের জন্য সৃষ্ট বাজার নিয়ন্ত্রণ,
- আঞ্চলিক বা বৈশ্বিক বাজার জুড়ে বিস্তৃত রাজনৈতিক অর্থনীতির মধ্যে বিদ্যমান ক্ষমতার সম্পর্কের এক জটিল ব্যবস্থার ধারণা, গঠন এবং নীতিমালা প্রণয়ন
নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি

এক কথায় ফিনান্স হল ব্যবসায়ের গুরু(বিশেষজ্ঞ) তাই এই সাবজেক্টে পড়তে গেলে ক্রিটিকাল বিষয়গুলো বেশী গভীর অনুসন্ধান করা হয় ফিনান্সে জব করতে গেলে যে দক্ষতা গুলো প্রয়োজনঃ
-Reasearch Skill,
-Analytical Skill,
-Strong Theoratical knowledge,
- Ability to analysis market,trade and investment
-Communication Skill

বেশ কয়েকবছর আগেও(৯০ এর দশকের আগে) বাংলাদেশে ভাল ফিনান্স এর উপর ডিগ্রি নেয়া স্টুডেন্ট ছিল না বললেই চলে যার কারণে বাংলাদেশের সরকার ইনস্যুরেন্স কোম্পানি গুলোকে বিদেশ থেকে Financial Analyst দের কাছে ধরনা দিতে হত দেশের মুদ্রা ব্যবস্থা বাজেট প্রণয়ন , ব্যাংক(কেন্দ্রীয় ব্যাংক এর সকল তালিকা ভুক্ত ব্যাংক) ব্যবস্থা নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় কোষাগার নিয়ন্ত্রণ এর জন্য শেয়ারবাজার এর অবস্থা ছিল একই। এই নাজুক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিদেশী Financial Analyst ছাড়া কোন গতি ছিল না কারণ শেয়ারবাজার তো নিয়ন্ত্রণ করে Financial Analyst রা। অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনেন এবং মাধ্যমিক থেকে ফিনান্স বিষয়টি সংযোজন করেন বাংলাদেশে ফিনান্স এর উপর তেমন পর্যাপ্ত শিক্ষক নেই তাই চাহিদা বেশী বেশিরভাগ কলেজে Accounting টিচার দিয়ে কোনোরকম বোর্ড প্রশ্ন সমাধান করেই যেন দায় থেকে মুক্তি তখন এমন ছিল যে কোন বড় ভাই অথবা শিক্ষক কে যদি বলত ভাইয়া/ স্যার কোন সাবজেক্ট নিলে ভাল হয় তখন সবাই একবাক্যে বলত Accounting...... Accounting!! কারণ তখন বিষয় নিয়ে তেমন ধারনা কারো ছিল না এবং জানত না কিন্তু প্রফেশনাল ক্যাডার বা IBA(International Business Administration) এর ছাত্র শিক্ষক রা বলত তার উল্টো, বলত ফিনান্স নাও। কারণ আন্তর্জাতিক পরিমণ্ডল সম্পর্কে ওদের ধারনা ছিল অনেক বেশী

BBA এবং MBA করার পর Finace এর যেসব Professional Degree করা যায় সেগুলো হলঃ
-Chartered Financial Analyst (CFA),
-Certified Treasury Professional (CTP),
-Certified Valuation Analyst (CVA),
-Certified Patent Valuation Analyst (CPVA),
-Chartered Business Valuator (CBV),
-Certified International Investment Analyst
(CIIA),
-Financial Risk Manager (FRM),
-Professional Risk Manager (PRM),
-Association of Corporate Treasurers (ACT),
-Certified Market Analyst (CMA/FAD) Dual
Designation,
-Corporate Finance Qualification (CF),
-Chartered Alternative Investment Analyst
(CAIA),
-Chartered Investment Manager (CIM)
-Certificate in Quantitative Finance(CQF) .

আপনারা যারা ফিনান্স নিবেন তাদের প্রতি অনুরোধ থাকবে BBA এবং MBA করার পর চাকুরীর পাশাপাশি উপরোক্ত ডিগ্রি গুলো নিতে পারলে আপনি সবাইকে ছাড়িয়ে যেতে পারবেন। দেশে এবং আন্তর্জাতিক বাজারে আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ্য , আপনাকে প্রতিনিয়ত আন্তর্জাতিক বড় বড় প্রতিষ্ঠান , বিনিয়োগকারীরা বিভিন্ন দেশের সরকার ধরনা দিবে হয়তো বিশ্বের বড় বড় ফিনান্সিয়াল scholar(মনীষী) দের মত আপনি নিত্য নতুন থিউরি আবিষ্কার করবেন

চাকুরী বাজারে যে যে পোস্ট গুলোতে Specific ভাবে ফিনান্স এর ছাত্রছাত্রী দের
নিয়োগ দেয়া হয় সেগুলো হলঃ
-Commercial banker
-Financial consultant
-Financial manager
-Financial trader
-Hedge fund manager
-Insurance officer
-Investment banker
-Quant specialist
-Trader Analyst
-Regulatory compliance officer
-Quantitative analyst
-Portfolio manager
-Private Equity consultant
-Real Estate consultant
-Pensions Adviser
-Public Accounting ইত্যাদি ইত্যাদি

তবে বাংলাদেশে সব প্রতিষ্ঠানে Accountant(হিসাব্রক্ষক) হিসেবে নিয়োগ দেয়ার জন্য Job Circular specific ভাবে শুধু(FINANCE এবং Accounting) সাবজেক্ট গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য উল্লেখ করে থাকে

বাংলাদেশে চাকুরীর জন্য যেসব প্রতিষ্ঠান Finance এর স্টুডেন্ট দের খুঁজে থাকে
সেগুলো হল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক , ইনস্যুরেন্স কোম্পানি ,যেকোনো দেশের সরকারের রাষ্ট্রীয় কোষাগার সুরক্ষা,যেকোনো দেশের শেয়ার বাজার(Stock Exchange) ,security exchange comission,brokarage house, যেকোনো সরকারী বেসরকারি প্রতিষ্ঠান ,কলেজ/বিশ্ববিদ্যালয় এর শিক্ষক হিসেবে, এবং পুরো কর্পোরেট জগৎ

এখন আসি আয় সম্পর্কে , সারা বিশ্বে ব্যবসায় প্রতিষ্ঠানে কাজের জন্য কজন Finance এর কর্মীদের পারিশ্রমিক সবচেয়ে বেশী(যদি আপনার ভাল রেজাল্ট , উপরের যেকোনো ডিগ্রি অভিজ্ঞতা থাকে) এককথায় যাকে বলা হয় "The Best-Paying Jobs" U.S. Bureau of Labor Statistics’ 2016-17

পরিসংখ্যান এর তুলে ধরি,
Popular careers in finance:
-Actuary -$96,700
-Financial Manager -$115,320
-Personal Financial Advisor -$81,060
-Financial Analyst -$78,620
-Securities, Commodities and
Financial Services Sales Agents -$72,070

(বাংলাদেশী টাকায় হিসাব টা অনেক বড় ) সিরিয়াল টা অনেক বড় বাকি দের গুলো তুলে ধরলে পোস্ট পড়তে আপনারা বিরক্ত হয়ে যাবেন স্বপ্ন দেখি বাংলাদেশের FINANCE এর স্টুডেন্ট রা বিশ্বের বড় বড় Stock Exchange ,উন্নত বিশ্বের ব্যাংক আন্তর্জাতিক ব্যবসায়ীক সংস্থা গুলোকে ওরা একসময় নিয়ন্ত্রণ করবে

Comments