বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটিঃ দেশের প্রথম এরোনটিক্যাল বিশ্ববিদ্যালয়









Bangabandhu Sheikh Mujibur Rahman Aerospace & Aeronautical University

বাংলাদেশে প্রথমবারের মত এরোনটিকাল ও এরোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্টা লাভ করে ২০১৯ সালে! এই বছর থেকেই এর ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে! মূলত বিমান প্রকৌশল পড়ার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী বিদেশ চলে যায়। দিনে দিনে এত আগ্রহ ও দেশেই বিমান প্রকৌশল শিক্ষাদানের জন্য সরকার এই প্রযেক্টটি গ্রহণ করে। এটি বাংলাদেশ বিমানবাহিনী কর্তৃক পরিচালিত একটি সরকারি প্রতিষ্ঠান। বিস্তারিত নিচে উপস্থাপন করছি।

১. অবস্থানঃ  এর ক্লাস বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্ট এর জাহাঙ্গীর গেট এর  নিকটে পুরাতন বিমানবন্দর সংলগ্ন  এক ভবনে ক্লাস নিবে।   তবে ভবিষ্যৎে এর এক  ক্যাম্পাস ঢাকার  আশকোনায় আর স্থায়ী ক্যাম্পাস হবে লালমনিরহাটে!

২. কার্যক্রমঃ এটি এর কার্যক্রম ২০২০ সালে শুরু করবে! যারা ২০১৮ ও ২০১৯ সনে এইচএসসি পাশ করেছে তারা এখানে আবেদন করতে পারবে। তবে এসএসসি ও এইচএসসি উভয়টিতে আলাদা আলাদাভাবে জিপিএ ৪.০০ পেতে হবে।

৩. সিট সংখ্যাঃ এটির প্রকাশিত প্রথম সার্কুলারে শুধুমাত্র "BSc in Aeronautical Engineering" কোর্সটি চালু করেছে। যেখানে সিট সংখ্যা মাত্র ৩০টি!

৪. পরীক্ষা পদ্ধতিঃ এখানে ১০০নম্বরের পরীক্ষা হবে! যার মধ্যে ৬০মার্ক থাকবে লিখিত আর ৪০মার্ক থাকবে এমসিকিউ। পাশ নম্বর ৪০। পরীক্ষায় থাকবে উচ্চতর গনিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি।

৫.নম্বর বন্টনঃ 
  • পরীক্ষাঃ ১০০নম্বরের হবে। ১০০নম্বরের পরীক্ষায় যত পাবেন সেটিকে ৬৫% এ রুপান্তর করবে।
  • ভাইবাঃ এখানে ভাইবার উপরে নাম্বার আছে। তাই এখানে ভাইবা সিরিয়াসলি দিতে হবে। ভাইবাতে পড়ালেখা বিষয়ক প্রশ্নও করতে পারে এবং ভাইবা সম্পূর্ণ ইংরেজিতে হতে পারে। ভাইবা কেমন হতে পারে তা জানতে ক্লিক করুনঃ Viva-voce for BSMRAAU

  • জিপিএ এর উপর নম্বরঃ এসএসসি এবং এইচএসসির নম্বর থেকে ২৫নম্বর দেয়া হবে। 
এভাবে পরীক্ষা+ভাইবা+জিপিএ= ৬৫+১০+২৫= ১০০তে নাম্বার দিবে।

--- পরীক্ষার পরে মেরিট লিস্ট প্রকাশ করবে। কিন্তু এটাই ফাইনাল মেরিট লিস্ট না। এই লিস্টে যারা টিকবে তারা ভাইবা দিতে বিশ্ববিদ্যালয় প্রকাশিত সময়ে উপস্থিত হবে। সেখানে ভাইবা দেবার পরে একটি নিদিষ্ট তারিখে ফাইনাল মেরিট ও ওয়েটিং লিস্ট প্রকাশ করবে। শুধুমাত্র এই লিস্টে টিকবে যারা তারাই ভর্তি হতে পারবে।
.
৬. আবেদন ফিঃ 
প্রাথমিক আবেদন ফিঃ ২০০টাকা
সিলেকটেড প্রার্থীদের আবেদন ফিঃ ৫৫০টাকা

৭.প্রাথমিক আবেদন প্রকিয়াঃ 
  • আবেদনঃ প্রথমে আপনাকে অনলাইনে BSMRAAU ADMISSION লিংকে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। আবেদনের পরে আপনাকে একটি Application ID দিবে। আপনাকে সেই Application ID যেকোন টেলিটক নাম্বার থেকে 16222 তে পাঠাতে হবে।

1st SMS: BSMRAAU<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। 
Example: BSMRAAU আবচডেফ

এরপর আপনাকে নিম্নরুপ একটি ম্যাসেজ দিবেঃ
Applicant's Name, Tk.XXX will be charged as application fee. Your PIN is XXXXXX.

এরপর আপনাকে আবার একটি ম্যাসেজ পাঠাতে হবে নিচের মত করেঃ
2nd SMS :  BSMRAAU <Space>Yes <Space> PIN and send to 16222.

এরপর আপনার টেলিটক নম্বর থেকে ২০০টাকা কেটে রাখবে।
উল্লেখ্য, এটি প্রাথমিক আবেদন প্রক্রিয়া। প্রাথমিক আবেদনের পরে বিশ্ববিদ্যালয় একটি শর্টলিস্টেড শিক্ষার্থীদের নাম প্রকাশ করবে। শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে ২৭ডিসেম্ব, ২০১৯ তারিখে বিএএফ শাহীন কলেজ, তেজগাঁওতে। তবে পরীক্ষায় বসতে চাইলে আপনাকে আবার বাকি টাকা পরিশোধ করে পরীক্ষায় বসতে হবে অন্যথায় আপনাকে পরীক্ষায় বসতে দেবে না। সিলেকশন প্রার্থীদের তালিকা এই ওয়েবসাইটে প্রকাশিত হবে। উল্লেখ্য, সিলেকটেড না হলে আপনার টাকা আপনাকে ব্যাক করবে না।

  • সিলেকটেড প্রার্থীদের আবেদন প্রক্রিয়াঃ 
আপনাকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য একটি সচল টেলিটক নম্বর থেকে এসএমএস পাঠাতে হবে। যেভাবে পাঠাবেনঃ
1st SMS : BSMRAAU<space>User ID লিখে Send করতে হবে 16222নম্বরে।

এরপর আপনার থেকে পারমিশন চেয়ে এসএমএস দিবে। আপনাকে যেভাবে আবার এসএমএস করতে হবেঃ
2nd SMS : BSMRAAU <space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222নম্বরে।       Example: BSMRAAU YES 123456
এরপর আপনার সিম থেকে ৫৫০/- টাকা কেটে নিবে। এরপর আপনি BSMRAAU Website এ গিয়ে Admit Card ডাউনলোড করতে হবে।

৮.কোটাঃ BSMRAAU তে যেসকল কোটা আছে তাহলোঃ মুক্তিযোদ্ধা কোটা, নৃ-জাতি কোটা, আর্মি, নেভি, এয়ার ফোর্স এর সন্তানদের জন্য কোটা, সরকারি সার্ভিসে (সিভিল) 

৯.পরীক্ষাঃ ২৭ ডিসেম্বর, ২০১৯ সকাল ৯টা থেকে ১০.৩০পর্যন্ত পরীক্ষা হবে বিএএফ শাহীন কলে তেজগাওতে

১০. সিলেকটেড প্রার্থীর নাম প্রকাশ হবে ১জানুয়ারী ২০২০ সালে।

১১.ক্লাস শুরু হবে ২৬জানুয়ারী, ২০২০ সালে।

বিশেষ দ্রষ্টব্যঃ
মেরিট লিস্টে উল্লেখিত তারিখের ভেতরই আপনাকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নাহলে পরে আপনার জায়গায় ওয়েটিং থেকে কাউকে নিয়ে নিবে। 

১২.ভর্তির সময় যেসকল ডকুমেন্টস চাবেঃ [Not Final]
  • এসএসসি ও এইচএসসির সার্টিফিকেট+ট্রান্সক্রিপ্ট
  • জন্ম নিবন্ধন সনদ (সত্যায়িত)
  • পিতার আয়ের সনদ
  • চেয়ারম্যান হতে প্রাপ্ত নাগরিকত্ব সনদ
  • আপনার ছবি (১০কপি চাইতে পারে)
  • কোটার সার্টিফিকেট
  • আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট
যদি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট চায় তবে আপনাকে হয়তো কোন ক্লিনিক/হাস্পাতাল হতে Urine R/E, HBsAg, Blood Grouping করিয়ে BSMRAAU তে জমা দিলেই Medical Fitness Certificate দিতে পারে। [উল্লেখ্য, এখনো কিছু ফাইনাল হয়নি]     

১৩. ফিঃ
খরচ- ২,৫০,০০/- টাকার মধ্যে পড়া শেষ করতে পারবেন ৪বছরে। (দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা)
তবে ৩লক্ষ টাকা অন্তত ধরে রেখে ভর্তি হওয়াই ভালো!

১৪. ভর্তি বাতিলঃ যদি কোন কারণে চান্স পেয়ে ভর্তি হয়েও পড়তে আগ্রহী না থাকেন তবে ভর্তি বাতিল করতে পারবেন। 
  • ক্লাস শুরুর আগেই বাতিল করলে ৯০% টাকা ফেরত পাবেন।
  • ১-১৫ ক্লাস হবার পরে বাতিল করলে ৭৫% টাকা ফেরত পাবেন।
  • ১৬-৩০ ক্লাস করার পরে বাতিল করলে ৫০% টাকা ফেরত পাবেন।
  • ৩০দিন পরে বাতিল করলে টাকা ফেরত পাবেন না।
গুরুত্বপূর্ণ তারিখসমূহঃ

       সার্কুলার দেখতে ক্লিক করুনঃ Click Here 

       ১৫.ওয়েবসাইটঃ www.bsmraau.edu.bd

১৬. ভার্সিটির হেল্পলাইনঃ  contact@bsmraau.edu.bd

যদি আরো কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন অথবা Side Bar এ গিয়ে Contact Us এ আপনার কি জানা দরকার তা জানাতে পারেন! 


NOTE: This Blog may be contains some videos, images, words, voices, sentences, tunes, vocals, musics, notes, comments, statements and quotations direct individuals or from any organization ; It's content are collected from partly or fully without the prior authorization of the owner any registered website, television shows, magazines and from journals.


Copyright protected content will be used without proper permission ( under fair use ) for non-profit, personal use, criticism, teaching, scholarship, research, social development and social awakening. Contents are covered by People's Republic of Bangladesh under Copyright Act 2000. Law no. 28. Section 36 of Chapter 06. And Section 72 of Chapter 13. If the copyrighted material is used without authorization for the above activities, it will not be considered as penal offense.
In addition every care has been taken to source of the materials and gives due credits to the original publisher or website.
If you wish to use copyrighted material from this channel for purposes of your own ; you can do it. But if you go beyond ' fair use ' ; you must obtain permission from the copyright owner