বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসঃ সেনাবাহিনী নিয়ন্ত্রিত একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়

Bangladesh University of Professionals: A Leading Public University
   
আসসালামু আলাইকুম! আজকে আলোচনা করবো বাংলাদেশের ঢাকায় অবস্থিত সেনাবাহিনী নিয়ন্ত্রিত একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে যাকে সংক্ষেপে ডাকা হয় বিইউপি নামে। এই বিশ্ববিদ্যালয় তুলনামূলকভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা, এবং বলাই যায় এটির ভবিষ্যৎ উজ্জ্বল! বিস্তারিত নিচে।

১. অবস্থান ও প্রতিষ্ঠাকালঃ এটি বাংলাদেশের ঢাকায় অবস্থিত ৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের একটি। এটির অবস্থান ঢাকার মিরপুর সেনানিবাসে অর্থাৎ মিরপুর ডিওএইচএসে। ২০০৮ সালে এটি প্রতিষ্ঠা লাভ করে।

২. ক্যাম্পাসঃ বর্তমানে এর ক্যাম্পাস প্রায় অনেক উন্নতি লাভ করেছে। ভার্সিটির দুইটি বিল্ডিং আছে একটি এডমিন ব্লক আরেকটি একাডেমিক ব্লক (যা প্রায় ১৪তলা), আরেকটি বিল্ডিং গড়ে উঠছে। এছাড়া এর প্রবেশপথে সিকিউরিটি চেকিং আছে, বিইউপির পিছনে আছে নান্দনিক লেক যাকে বলা হয় "মনপুরা লেক" এবং পুরো ক্যাম্পাস সবুজে ঘেরা গাছাপালায়! তাছাড়া পুরো বিশ্ববিদ্যালয়ে আছে ওয়াইফাই সুবিধা! এর নিজস্ব লাইব্রেরী, ল্যাব সুবিধা, ক্যান্টিন সবকিছুই আছে আর অনেককিছু Under Development!

৩. অনুষদসমূহঃ বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৪টি অনুষদ আছে। চারটি অনুষদ এবং এর বিষয়গুলি হলোঃ
Faculty Name 
Subjects
Minimum GPA
Faculty of Business Studies  
BBA
Science: Total GPA- 8.5
GPA 4.0 each

Commerce: Total GPA- 8.25
GPA 3.75 each

Humanities: Total GPA- 8.25
GPA 3.75 each
Accounting & Information Systems  
Marketing
Finance & Banking
Management Studies 
Faculty of Arts & Social Sciences 
Economics
Science: Total GPA- 8.5
GPA 4.0 এয়াছ
(DHSM এর জন্য- Math/Statistics HSC তে থাকা লাগবে এবং নূন্যতম A- পেতে হবে)

Commerce: Total GPA- 8.25
GPA 3.75 each

Humanities: Total GPA- 8.25
GPA 3.75 each

(English পেতে হলে নূন্যতম A- থাকা লাগবে HSC ও SSC উভয়টির ইংরেজিতে)
Disaster & Human Security Management 
English
Development Studies 
Public Administration 
Sociology
Faculty of Security & Strategic Studies  
International Relations 
Science: Total GPA- 8.5
GPA 4.0 each

Commerce: Total GPA- 8.25
GPA 3.75 each

Humanities: Total GPA- 8.25
GPA 3.75 each
Law
Mass Communication & Journalism 
Peace, Conflict & Human Rights Studies 
Faculty of Science & Technology   
Information & Communication Engineering  
Only Science
(9.25 Total & 4.25 each) 
Environmental Studies 
Faculty of Medical Studies 
Under Development 


৪.ভর্তি কার্যক্রমঃ
  1. সার্কুলার প্রকাশঃ সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয় সার্কুলার প্রকাশ করে থাকে। আবেদন সেপ্টেম্বর থেকে অক্টোবরের ১ম সপ্তাহের ভেতর করতে হয়। আবেদন করতে হয় এই লিংকে গিয়ে----
  2. আবেদনের যোগ্যতাঃ উপরের তালিকা থেকে আবেদনের যোগ্যতা থাকলে উপরের লিংকে গিয়ে আবেদন করবেন। সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারবেন।
  • যারা সাইন্স থেকে তারা ৪টি অনুষদেই আবেদন করতে পারবেন।
  • যারা কমার্স ও আর্টস থেকে তারা শুধু ৩টি ইউনিটে আবেদন করতে পারবে (FBS, FSSS, FASS)
  1. প্রাথমিক বাছাইঃ অনলাইনে আবেদন শেষ একটি নিদিষ্ট দিনে প্রাথমিক বাছাইয়ের ফলাফল দেয়া হবে। যারা প্রাথমিক বাছাইয়ে টিকবে একমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে। যারা প্রাথমিক বাছাইয়ে টিকবে না তাদের টাকা ফেরত দেয়া হবে না।  
  2. পরীক্ষাঃ দুইদিন ৪ ইউনিটের পরীক্ষাই নেয়া হয়ে থাকে। যে দুইদিন পরীক্ষা নেয়া হয়ে থাকে সেদিন সকাল আর বিকালে পরীক্ষা দিতে হয়।
  • পরীক্ষার পদ্ধতি অন্যরকম। এখানে আপনাকে ১০০নম্বরের জন্য পরীক্ষায় বসতে হবে। যা সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে হবে। পরীক্ষার ১০০নম্বরকে ৬৫% এ কনভার্ট করা হবে। 
  • পরীক্ষার কিছুদিন পরে ভাইবা নেওয়া হবে। ভাইবার উপরে ১০% নম্বর দেয়া হবে।
  • আর আপনার এইচএসএসি আর এসএসসির উপরে ২৫% নম্বর দেয়া হবে।


  1. পরীক্ষার মানবন্টনঃ 
Faculty Name 
Mark Distribution 
FBS
Mathematics-35
English- 35
General Knowledge- 30  
FASS
General Knowledge- 30
English- 40
Bangla- 30 
FSSS
English- 50
Bangla- 30
General Knowledge- 20  
FST
Physics- 25
Chemistry- 25
English- 25
Mathematics or Biology- 25 


  1. প্রাথমিক মেরিট প্রকাশঃ ২ থেকে ৩দিনের ভিতরেই প্রাথমিকভাবে যারা টিকবে তাদের ফলাফল দেয়া হবে। তাদেরকে একটি নিদিষ্ট দিনে বিইউপিতে ডাকা হবে ভাইবার জন্য রুম নম্বরসহ জানিয়ে দিবে। 
  2. ভাইবাঃ নিদির্ষ্ট দিনে ডাকা হবে সেদিন ঠিক সেই সময়ের আগে বিইউপিতে গিয়ে উপস্থিত থাকতে হবে। উল্লেখ্য বিইউপির ভাইবা অন্যান্য ভার্সিটির থেকে আলাদা এখানে ভাইবার উপর নম্বর আছে। ভাইবা কেমন, কিভাবে হয় কি করতে হবে জানতে ক্লিক করুনঃ Viva-voce for BUP
  3. ফাইনাল মেরিট লিস্টঃ  ভাইবাতে যারা টিকবে তাদেরকে নিয়ে ফাইনাল মেরিট লিস্ট আর ১ম ওয়েটিং লিস্ট প্রকাশ করবে। ২য় ওয়েটিং লিস্ট নির্ভর করছে ১ম ওয়েটিং থেকে যদি সবাই ভর্তি না হয় তার উপরে।
  4. ভর্তিঃ ডিসেম্বর মাসে সকলের ভর্তি কার্যক্রম হবে। এসময়ের ভেতর যে কয়দিন সময় দিবে তার মধ্যে ভর্তি হতে হবে নাহলে সিট ফাকা হয়ে যাবে।
  5. ভর্তি হওয়ার সময় দরকারি ডকুমেন্টসঃ 1.Certificate and Transcript of S.S.C/ O Level examination 
2.Certificate and Transcript of H.S.C/A Level examination.
3.Nationality Certificate from UP Chairman/Ward Commissioner.
4.Income Certificate of the guardian.
5.Certificate to proof Freedom Fighter /Military Wards/ Tribal quota from appropriate authority.
6.10 copies of passport size colored photograph duly attested.
7.Photocopy of birth certificate(Attested)
8. Completed Admission Form*
9. Medical Fitness Certificate*
10. Bank Deposite Slip*

★Admission Form আর Bank Deposit Slip ডিপার্টমেন্ট থেকে পাবেন। ভর্তির সময়।
★Medical Fitness Certificate এর জন্য আপনাকে যেকোন Clinic/Hospital থেকে নিমোক্ত টেস্ট করাতে হবেঃ
---- Blood Grouping (ABO & Rh)
---- HBsAg
---- Urine R/E
এরপর বিইউপির Medical Centre থেকে ফিটনেস সার্টিফিকেট পাবেন।
  1. ভর্তি বাতিলঃ যদি কোন কারণে চান্স পেয়ে ভর্তি হয়েও পড়তে আগ্রহী না থাকেন তবে ভর্তি বাতিল করতে পারবেন। 


  • ক্লাস শুরুর আগেই বাতিল করলে ৯০% টাকা ফেরত পাবেন।
  • ১-১৫ ক্লাস হবার পরে বাতিল করলে ৭৫% টাকা ফেরত পাবেন।
  • ১৬-৩০ ক্লাস করার পরে বাতিল করলে ৫০% টাকা ফেরত পাবেন।
  • ৩০দিন পরে বাতিল করলে টাকা ফেরত পাবেন না।


  ৫. খরচঃ
  • বেশিরভাগ ডিপার্টমেন্টের ভর্তির সময় আপনাকে ৩১হাজার টাকা (৩১,০০০/- টাকা) দিয়ে ভর্তি হতে হবে। শুধুমাত্রে ICE তে ভর্তির জন্য ৩৩হাজার আর ES এর জন্য ৩৪হাজার দিয়ে ভর্তি হতে হবে।
  • প্রতি সেমিস্টারে আপনাকে প্রায় ১৫হাজার-১৭হাজার টাকার মত গুনতে হবে। শেষ সেমিস্টারে প্রায় ২০হাজার টাকা দিতে হবে।
  • অর্থাৎ,
FBS, FASS, FSSS এর সকল প্রোগ্রামের ৪বছরের পড়া শেষ করতে ১লক্ষ ৫৩হাজার টাকা গুনতে হবে (১,৫৩,০০০/- টাকা)
FST এর ICE এর জন্য ১লক্ষ ৭৭হাজার টাকা (১,৭৭,০০০/- টাকা) আর ES এর জন্য প্রায় ১লক্ষ ৯৩হাজার টাকা (১,৯৩,০০০/- টাকা) গুন্তে হতে পারে।

  ৬. হোস্টেলঃ বিইউপি যেহেতু নতুন তাই এর নিজস্ব হোস্টেল নেই তবে মিরপুর ডিএইচওএসে ৬টি বিল্ডিং বাড়া করা আছে। যেখানে থাকতে চাইলে আপনাকে প্রায় ৫থেকে ৬হাজার টাকা গুনতে হবে (প্রতি মাসে)

  ৭. কেন বিইউপিতে পড়বেন?
প্রথমত, যদি আপনার যদি পছন্দের বিষয় এখানে থেকে থাকে তাহলে আপনার উচিত এখানে এপ্লাই করা। 
বাংলাদেশে আর কোথাও সেশন জট যদিও থাকে এখানে সেশনজটের কোন সম্ভবনাই নেই। যার মানে আজকে আপনি ডুকলেন যদি ঠিকমত পড়ালেখা করেন তাহলে ঠিক ৪বছর পরেই বের হতে পারবেন।
যেখানে আমাদের দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে রাজনীতির কারণে সবাই ভয় পায় অথবা অন্যান্য সমস্যায় পড়ে। বড়দের থেকে র‍্যাগ খায়, এখানে ঠিক তার উল্টোটা! এটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত ক্যাম্পাস! আর র‍্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ, যদিও কেউ র‍্যাগ দেয় তাহলে তাকে সোজা বের করে দেয়া হয়।
মানসম্মত পড়ালেখা করতে পারেবন এখানে! সিজিপিএ তোলাও ততটা কঠিন না যদি পড়ালেখা ঠিকমত করে থাকেন।
এর পরিবেশ, বিষয় ও অন্যান্য সবদিক বিবেচনা করে তবেই ডিশিসন নেবেন ভর্তি হবেন কি হবেন না!      

  ৮. এফ্লিয়েটেড ইন্সটিটিউটসঃ
বিইউপি প্রায় অনেকগুলি কলেজ ও ইন্সটিটিউট নিয়ন্ত্রন করে থাকে। মূলত, এর সাথে এফ্লিয়েটেড সকল ইন্সটিটিউট ও কলেজকে বিইউপি থেকেই সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে। যারা এর সাথে যুক্ত-
  • Armed Forces Medical College, Dhaka
  • Army Medical College, Cumilla
  • Army Medical College, Chattogram
  • Army Medical College, Jessore
  • Army Medical College, Bogra
  • Army Medical College, Rangpur
  • National Defense College, Dhaka 
  • Army Institute of Business Administration, Dhaka
  • Army Institute of Business Administration, Sylhet  
  • Armed Forces Medical Institute, Dhaka
  • Defence Services Command & Staff College, Dhaka
  • Bangladesh Military Academy(BMA), Chattogram
  • Flying Instructors School (FIS), Bogra
  • Bangladesh Naval Academy, Chattogram 

    ৯. বিইউপির ওয়েবসাইটঃ Official Website of BUP  

আরো কিছু জানার থাকলে স্লাইড বারে গিয়ে Contact Us এ আপনার যা জানার দরকার তা জিজ্ঞাসা করুন।